1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভাষা শিক্ষায় কার্যকরী অ্যাপ! - NEWSTVBANGLA
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম
সাংবাদিক কৌশিক কে নিয়ে মিথ্যা অপপ্রচার  বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র বেনাপোল শাখা কমিটির অনুমোদন মিয়ানমারে অসহনীয় গরম থেকে বাঁচতে লোকরা শীতলতার জন্য ইয়াংগুনের পার্কগুলোতে ভিড় করছে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস আগামীকাল বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মান্দায় তৃষ্ণার্তদের মাঝে স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ মান্দায় জাতীয়তাবাদী শ্রমিক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত ঢাকার ৫০ থানার মধ্যে ১০টি থানায় কিশোর গ্যাং সদস্যদের অপরাধ দিনাজপুরে বৃষ্টির জন্য একাধিক স্থানে ইসতিকার নামাজ আদায় সিংড়ায় অগ্নিকান্ডে পুড়লো ১২ স্বর্ণের দোকান, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

ভাষা শিক্ষায় কার্যকরী অ্যাপ!

বিনোদন ডেস্ক :

উচ্চশিক্ষা গ্রহণ বা কর্মসংস্থান যে কারণেই হোক বিদেশ যাওয়ার ক্ষেত্রে ভাষা শিক্ষা জরুরি। আবার ব্যক্তিগত দক্ষতা উন্নয়নে অনেকেই একাধিক ভাষায় দক্ষ হয়ে উঠতে চান। এদিক থেকে বর্তমানে সংস্থাভিত্তিক কোর্সের পরিবর্তে বিভিন্ন অ্যাপ সহায়ক হয়ে উঠেছে। মেক ইউজ অব সূত্রে এমন বেশকিছু কার্যকরী অ্যাপ সম্পর্কে জানা গেছে।

রোসেটা স্টোন: প্রায় ২৫ বছরেরও বেশি সময় ধরে ভাষা শিক্ষায় শীর্ষ পর্যায়ে রয়েছে রোসেটা স্টোন। এ অ্যাপটি ব্যবহারও বেশ সহজ। বিভিন্ন ওয়ার্ডে উচ্চারণ শুনে তার পুনরাবৃত্তি করতে হবে অথবা ফ্রেজ অনুযায়ী ছবি মেলাতে হবে। বিভিন্ন ধাপ সম্পন্ন করার মাধ্যমে অ্যাপের শিখন পদ্ধতি আরো কঠিন হবে। ব্যবহারকারীরা মোট শুদ্ধ ও ভুল উত্তরের সংখ্যা দেখতে পারবে। তবে ফ্রি ভার্সন ব্যবহারকারীরা তিনদিন পর্যন্ত সব ফিচার পরীক্ষা করতে পারবে।

ডুয়োলিঙ্গো: সহজ ইন্টারফেসের মাধ্যমে ভাষা শিক্ষায় দক্ষতা অর্জনে সহায়ক আরেকটি অ্যাপ হলো ডুয়োলিঙ্গো। সাধারণ লেভেল থেকে শুরুর পর এটি পর্যায়ক্রমে আরো কঠিন ও চ্যালেঞ্জিং হয়ে উঠবে। প্রিমিয়াম ভার্সনে ব্যবহারকারীরা রিডিং, রাইটিং, উচ্চারণ ও বিভিন্ন চ্যালেঞ্জে অংশ নেয়ার সুযোগ পেয়ে থাকেন। একবার কোর্স বা লেসন শেষ করার পর পুনরায় সেটি চর্চার সুবিধাও রয়েছে।

বুসু: বিশ্বে ভাষা শিক্ষায় আগ্রহীদের একটি বড় অংশ বুসু অ্যাপের সঙ্গে যুক্ত। এর সহজ ও আরামদায়ক অ্যাপ ইন্টারফেস ব্যবহারকারীদের সুবিধা দিয়ে থাকে। ১৪টির বেশি ভাষায় পূর্ণ কোর্স করার সুবিধা দিয়ে থাকে বুসু। এর মধ্যে উচ্চারণ নিয়ে প্রশিক্ষণ অপশনও রয়েছে। প্লেসমেন্ট টেস্ট দেয়ার মাধ্যমে ব্যবহারকারীর দক্ষতা পরিমাপের মাধ্যমে অ্যাপটি কোর্স শুরুতে সহায়তা করে থাকে। অফলাইনেও অ্যাপ ব্যবহারের সুযোগ রয়েছে। ব্যাকরণ থেকে শুরু করে ভোকাবুলারির উন্নয়নে বিভিন্ন টিপস, অফলাইন সার্টিফিকেটসহ প্রিমিয়াম সংস্করণে আরো ফিচার রয়েছে।

পিমসলেউর: চলতি পথে ভাষা শিক্ষায় আগ্রহী ও পডকাস্টপ্রেমীদের জন্য পিমসলেউর অন্যতম ভাষা শিক্ষা অ্যাপ। শব্দ শোনা ও পুনরাবৃত্তির ফিচার এটিকে এগিয়ে রেখেছে। এর মূল কোর্সগুলো খুবই উন্নতমানের। এর মাধ্যমে দৈনন্দিন জীবনের কথোপকথন থেকে শুরু করে ভাষাগত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানা যাবে।

হ্যালোটক: নির্ধারিত ভাষায় কথা বলা গোষ্ঠীর সঙ্গে যুক্ত হতে সহায়তা করে হ্যালোটক। এখানে বিভিন্ন দেশের অধিবাসী বা ব্যবহারকারীরা একে অন্যের ভাষা শিখতে সহায়তা করে থাকে। এটি খুবই সাধারণ একটি প্রক্রিয়া হলেও মূল ভাষাভাষীর সঙ্গে যোগাযোগের মাধ্যমে ভালোভাবে শিখতে সহায়তা করে থাকে। এখানে বিভিন্ন ভাষা শেখার সুযোগ রয়েছে। বিভিন্ন ভাষার জনগোষ্ঠীর সঙ্গে কথা বলার পাশাপাশি চাইলে গ্রুপ চ্যাট ও লাইভ ইভেন্টেও অংশ নেয়া যাবে।

মেমরাইজ: পরীক্ষার আগে কোনো বিষয়ে অধ্যয়নের জন্য শিক্ষার্থীরা ফ্ল্যাশকার্ড ব্যবহার করে থাকে। এদিক থেকে মেমরাইজ সহায়ক। উদাহরণস্বরূপ কেউ রুশ ভাষা শিখতে চাইলে তাকে অক্ষরের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার পাশাপাশি নতুন শব্দ সম্পর্কে জানানো হবে। এছাড়া এতে ভিডিও টিউটোরিয়াল, টেক্সটনির্ভর কথোপকথন পরিচালনার মতো ফিচারও রয়েছে।

সেভেন ব্যাবেল: এটি মূলত সাবস্ক্রিপশননির্ভর একটি অ্যাপ। ফ্রি ভার্সনে ব্যবহারকারীরা একটি লেসন ও বেশকিছু ফিচার ব্যবহার করতে পারবে। এখানে ব্যবহারকারীরা ১৪টির বেশি ভাষায় দক্ষতা অর্জনের সুবিধা পাবেন। শুধু শব্দ শুনে কুইজে অংশ নেয়ার সুবিধাও রয়েছে এখানে।

ড্রপস: নতুন ভাষা শেখার ক্ষেত্রে ড্রপস খুব সহজে ব্যবহারযোগ্য একটি অ্যাপ। ব্যাকরণ বা সংস্কৃতিগত দিক থেকে ভাষা শিক্ষার পরিবর্তে অ্যাপটি দৈনন্দিন কথোপকথন পরিচালনায় সহায়তা করে থাকে। অ্যাপটিতে ৫১টির বেশি ভাষা শিক্ষার সুবিধা রয়েছে। তবে ফ্রি ভার্সনের একটি সমস্যা হচ্ছে প্রতি ১০ ঘণ্টায় ব্যবহারকারীরা একটি সেশন সম্পন্নের সুযোগ পাবে।তথ্যসূত্র:বনিকবার্তা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট