রাজধানীর ধানমন্ডিতে অলংকার নিকেতন জুয়েলার্সের মালিক এম এ হান্নান আজাদের বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ডাকাতিতে ব্যবহার করা হয়েছে র্যাবের পোশাক, পরিচয় দেওয়া হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ছাত্রদের।
যদিও এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তারে সক্ষম হয়েছে। তবে বাসাটি থেকে এক-দেড় লাখ এবং জুয়েলার্সের মালিকের স্ত্রীর ব্যবহৃত কিছু স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাতরা। ভবনটির তৃতীয় ও চতুর্থ তলায় একটি অফিস ছিল সেখান থেকে ২০-২৫ লাখ টাকা নিয়ে যায় ডাকাতরা।
ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, বুধবার ভোরের দিকে ধানমন্ডির ৮ নম্বর সড়কের একটি বাসায় ডাকাতির ঘটনা ঘটে। প্রায় ২০ থেকে ২৫ জনের একটি ডাকাত দল ওই বাসায় ডাকাতি করতে যায়। তারা সেখানে র্যাব, ম্যাজিস্ট্রেট এবং ছাত্রের পরিচয় দেন। ডাকাত দলের ১০ জনের মতো র্যাবের পোশাকে ছিলেন। এরপর বাসাটিতে ডাকাতি শুরু করে। বাসার মালিক তাৎক্ষণিকভাবে ৯৯৯ এ ফোন দেয়। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পাশেই একটি ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল।
বাসাটির পাশেই সেখানকার শ্রমিকদের সহযোগিতায় পুলিশ চার ডাকাতকে গ্রেপ্তার করে। অভিযানকালে পুলিশের দুজন সদস্য আহত হন।
ধানমন্ডি থানার ওসি ক্যশৈনু ঢাকা পোস্টকে বলেন, এ ঘটনায় জুয়েলার্সের মালিক এম এ হান্নান আজাদ বাদী হয়ে ধানমন্ডি মডেল থানায় এজাহার দায়ের করেছেন। মামলায় গ্রেপ্তার চারজনসহ পলাতকদের আসামি করা হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ইতোমধ্যে পলাতক কয়েকজন ডাকাতকে শনাক্ত করা হয়েছে। বাকিদের শনাক্তের কাজ চলমান রয়েছে, আশা করি আগামীকালের মধ্যেই ভালো একটা ফলাফল পাওয়া যাবে।