সাভারে কমিউনিটি পুলিশের উদ্যোগে চেয়ারম্যান সমরের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

post top

সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর এর আরোগ্য মুক্তি কামনায় তেঁতুলঝোড়া ইউনিয়ন কমিউনিটি পুলিশের উদ্যোগে দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার ১২ অক্টোবর আছর নামাজের শেষে এই দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়। দোয়া মোনাজাত সকলের মুখে একটি কথা ছিল-হে আল্লাহ তেঁতুলঝোড়া ইউনিয়নের প্রাণপ্রিয় জননেতা, সৎ, সুন্দর ও সাদা মনের মানুষ জনবন্ধু ফখরুল আলম সমরকে দ্রুত সুস্থতা দান কর, আমাদের মাঝে ফিরিয়ে দাও। হে আল্লাহ তুমি তাকে হায়াতে তৈয়েবা দান কর, আমিন আমিন কায়মনো বাক্যে দোয়া করতে থাকে। এসময় তেতুলঝোড়া ইউনিয়ন কমিউনিটি পুলিশের সদস্য রফিক শেখ বলেন, নেতৃত্বের গুণাবলী সবার মধ্যে থাকে না। একজন প্রকৃত নেতা তিনিই যিনি কর্মীর মনের ভাষা বুঝতে পারেন। এমনি একজন নেতা আমাদের প্রিয় চেয়ারম্যান জনবন্ধু ফখরুল আলম সমর ভাই। তিনি আজ হাসপাতালে চিকিৎসাধীন। আপনারা সকলেই আমাদের নেতার দ্রুত সুস্থতার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন। তাঁর নেতৃত্বে সবসময় সমাজের অসহায়দের পাশে থাকার চেষ্টা করে থাকি আমরা। আজ আমরা সকলে একত্রিত হয়েছি শুধুমাত্র এই নেতার দোয়া ও প্রার্থনার জন্য। আপনারা সকলেই আমাদের নেতার দ্রুত সুস্থতার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন। দোয়া ও তবারক বিতরণ কালীন সময়ে উপস্থিত ছিলেন, তেতুলঝোড়া কমিউনিটি পুলিশ সহ এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ ও সাধারন জনতা আরো অনেকেই

print

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *