গাজায় ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে আছেন এক ফিলিস্তিনি -আলী হাসান/ফ্লাস৯০
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মাত্র দুইদিনের ব্যবধানে ১৮৩ শিশুকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। আর সব মিলিয়ে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ৯৭০ জন। গত সোমবার মধ্যরাতে গাজার ঘুমন্ত মানুষের ওপর অতর্কিত বোমাবর্ষণ শুরু করে দখলদাররা।
আজ বুধবার (১৯ মার্চ) গাজার হামাস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতের নতুন সংখ্যা প্রকাশ করেছে। তারা জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় ৯৭০ জনের মৃত্যুর তথ্য লিপিবদ্ধ করা হয়েছে।
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, গত সোমবার নিহতের সংখ্যা ছিল ৪৮ হাজার ৫৭৭ জন। আজ বুধবার এ সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ৫৪৭ জনে।
অপরদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, মঙ্গলবার ভোর থেকে আজ পর্যন্ত ১৮৩ শিশু নিহত হয়েছে।
গত ১৯ জানুয়ারি দখলদার ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতির চুক্তি হয়। এরপর দীর্ঘ প্রায় দুই মাস গাজায় বড় ধরনের হামলা বন্ধ রেখেছিল দখলদাররা। তবে গত সোমবার মধ্যরাতে আকস্মিকভাবে ব্যাপক হামলা চালানো শুরু করে। মাত্র কয়েক ঘণ্টা স্থায়ী এ হামলায় ঝরে যায় চারশর বেশি প্রাণ। এছাড়া অনেক মানুষ আহত হন। অনেকে আটকা পড়েন ধ্বংসস্তূপের নিচে। আজ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা গেলো, মাত্র দুইদিনের ব্যবধানে প্রায় ১ হাজার মানুষ মারা গেছেন।
ঘুমন্ত মানুষের ওপর নির্মম হামলা চালানোর পর আজ বুধবারও গাজায় তাদের বর্বরতা অব্যাহত ছিল। এরমধ্যে তারা দের আল বালাহতে জাতিসংঘের একটি অবকাঠামোর ওপর হামলা চালিয়েছে। এতে এক বিদেশী ত্রাণ কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।