জয়পুরহাটের কালাই উপজেলায় প্রাইভেট কার ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। বুধবার (১৯ মার্চ) বিকেল ৩টার দিকে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের বাঁশের ব্রিজ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ভ্যানের চালক ও আরেক যাত্রী আহত হয়েছেন।
কালাই থানার পরিদর্শক (তদন্ত) এসএম কামাল হোসাইন দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- মোফাজ্জল হোসেন (৪০) ও ইদ্রিস আলী (৬০)। তারা দুজন পুনট ইউনিয়নের ভূগোইল গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- কালাই উপজেলার ভূগোইল গ্রামের নুরুল ইসলাম আকন্দ, বুড়াইল গ্রামের আশরাফ আলী। এর মধ্যে নুরুল ইসলাম আকন্দ দুর্ঘটনার শিকার ভ্যানের চালক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভূগোইল গ্রাম থেকে একটি ব্যাটারিচালিত ভ্যানে চড়ে কয়েকজন যাত্রী পুনট বাজারে যাচ্ছিলেন। ভ্যানটি আঞ্চলিক মহাসড়কের বাঁশের সেতু এলাকায় পৌঁছালে দ্রুতগতির প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের দুইজন যাত্রী নিহত হন। ভ্যানটির চালক ও এক যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
পরিদর্শক এসএম কামাল হোসাইন বলেন, ভ্যান ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ভ্যানের চালক ও একজন যাত্রী আহত হয়েছেন। প্রাইভেট কারের চালককে আটক করা হয়েছে।