1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সিরিয়ার লাতাকিয়া প্রদেশে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল - NEWSTVBANGLA
সোমবার, ৩১ মার্চ ২০২৫, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম

সিরিয়ার লাতাকিয়া প্রদেশে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

প্রতিনিধি

সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলীয় প্রদেশ লাতাকিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। বৃহস্পতিবার প্রদেশের একটি অস্ত্রাগারে এই হামলা চালানো হয়েছে বলে যুক্তরাজ্য-ভিত্তিক সিরীয় পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে।

দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানার প্রতিবেদনে বলা হয়েছে, লাতাকিয়া প্রদেশে কয়েক দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি দখলদার বাহিনীর বিমান আল-আবায়াদ বন্দর ও লাতাকিয়া শহরের আশপাশের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

তবে হামলার এই ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, লাতাকিয়া শহরের উত্তর উপকণ্ঠে অবস্থিত বন্দরের একটি অস্ত্রাগারকে নিশানা করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

ব্রিটেন-ভিত্তিক এই পর্যবেক্ষক সংস্থা বলেছে, হামলায় অস্ত্রাগারের বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে। এর আগে, গত বছরের ডিসেম্বরেও ওই অস্ত্রাগার লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইসরায়েলি বাহিনী।

সিরিয়ার ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের নেতৃত্বে সরকারবিরোধী আন্দোলনে গত ৮ ডিসেম্বর প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের পতন ঘটে। আসাদ রাশিয়ায় পালিয়ে যাওয়ার পর থেকে দেশটির সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনায় শত শত বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

ইসরায়েল বলেছে, সিরিয়ার নতুন কর্তৃপক্ষের হাতে অস্ত্র যাওয়া ঠেকাতে হামলা করছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। সিরিয়ার ক্ষমতাসীন নতুন সরকারকে জিহাদীগোষ্ঠী হিসেবে মনে করে ইসরায়েল।

গত মঙ্গলবারও সিরিয়ার মধ্যাঞ্চলে সামরিক বাহিনীর দুটি ঘাঁটিতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। একই স্থানে একদিন আগেও হামলা চালিয়েছিল ইসরায়েল। মঙ্গলবার দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশে ইসরায়েলি বোমা হামলায় অন্তত ছয় বেসামরিক নাগরিক নিহত হন। সিরিয়া থেকে ছোড়া গোলার প্রতিশোধে দেশটিতে পাল্টা হামলা চালানোর দাবি করে ইসরায়েল।

সূত্র: এএফপি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট