ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে জিজ্ঞাসাবাদের জন্য দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর হাকিম আলমগীর হোসেন এ আদেশ দিয়েছেন।
এম এ লতিফ চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে চারবার সংসদ সদস্য হন।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সহকারী পাবলিক প্রসিকিউটর (মহানগর আদালত) মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানিয়েছেন, গত ৪ আগস্ট নিউমার্কেট মোড়ে ছাত্র-জনতার সমাবেশে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে নগরীর কোতোয়ালি থানায় দায়ের হওয়া একটি মামলার এজাহারভুক্ত আসামি লতিফ। ওই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তা দশ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। আদালত শুনানি শেষে দু-দিন মঞ্জুর করেছেন।
রিমান্ড আবেদনের শুনানিতে হাজিরের জন্য এম এ লতিফকে বুধবার সকাল সাড়ে আটটার দিকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ১৭ আগস্ট চট্টগ্রাম নগরী থেকে লতিফকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দিনই বিকেলেই তাকে ডবলমুরিং থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।