চুয়াডাঙ্গা সদরের ভুলটিয়া-খাড়াগোদা সড়কে গাছ ফেলে রোগীবাহী একটি পাখিভ্যানে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে মনজু নামের এক ভ্যানচালককে কুপিয়ে নগদ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। মজনুর শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
রোববার (২৩ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভুলটিয়া-খাড়াগোদা সড়কের ছন্নতলা মাঠে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা জানান, সদরের ভুলটিয়া গ্রামের মিজান শাহের স্ত্রী জোসনা খাতুন রোববার রাতে গ্যাস্ট্রিকজনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন৷ রাত ১২টার দিকে মিজান শাহের চাচাতো ভাই মজনুর পাখিভ্যানযোগে মেয়ে শাহিনুর খাতুন ও অসুস্থ স্ত্রীকে নিয়ে খাড়াগোদা বাজারে পল্লী চিকিৎসক সুন্দর আলীর নিকট যাচ্ছিলেন।
মিজান শাহ বলেন, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ভুলটিয়া-খাড়াগোদা সড়কের ছন্নতলা মাঠ নামকস্থানে পৌঁছালে সড়কের ওপর গাছ দেখতে পাই। এ সময় চাচাতো ভাই ভ্যানচালক মজনু ভ্যানটি স্লো করলে দুজন মুখোশধারী ব্যক্তি ধারালো অস্ত্রের মুখে আমাদের জিম্মি করে ফেলে। এ সময় আমার মেয়ে ভ্যান থেকে দৌড়ে পালিয়ে গিয়ে গ্রামের মধ্যে চলে যায়।
মিজান শাহ বলেন, আমার পকেটে থাকা নগদ ২ হাজার ৬০০ টাকা ছিনিয়ে নেন। আমার স্ত্রীর কানে থাকা সিটি গোল্ডের গয়না নিয়ে নেন। এ সময় আমি তাদেরকে বলি আমাদের নিকট যা কিছু আছে নিয়ে যান, তবুও আমাদেরকে মারধর না করার অনুরোধ করি। এতে তারা উত্তেজিত হয়ে আমার চাচাতো ভাই মজনুর ঘাড় ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেন। আমাকেও মারধর করেন তারা। একপর্যায়ে আমার চাচাতো ভাইকে কোপানো দেখে আমি নিজেকে কন্ট্রোল রাখতে না পেরে ছিনতাইকারীর একজনকে কিল-ঘুষি মারলে তারা পালিয়ে যান। তবে আমার মেয়ে ও স্ত্রীর গায়ে হাত দেয়নি তারা। পরে আমাদের চিৎকারে গ্রামবাসী ঘটনাস্থলে আসেন। খাড়াগোদা বাজারে তিতুদহ ক্যাম্পের পুলিশ সদস্যরা ঘটনার বিস্তারিত শোনেন।
মিজান শাহ আরও বলেন, ঘটনার পর আহত অবস্থায় ভ্যান চালিয়ে মজনু খাড়াগোদা বাজারে আসেন। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই অ্যাম্বুলেন্সযোগে উন্নত চিকিৎসার জন্য মজনুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে দর্শনা থানা পুলিশের পরিদর্শক মুহম্মদ শহীদ তিতুমীর বলেন, রোগীবাহী একটি ভ্যানে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জেনেছি। ধারালো অস্ত্রের আঘাতে ভ্যানচালক আহত হয়েছেন। তাদের নিকট থেকে নগদ ২ হাজার ৬০০ টাকা ছিনিয়ে নিয়েছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি।