কিশোরগঞ্জ পৌর সদরের একরামপুর এলাকায় ভাঙারির দোকান থেকে পরিত্যক্ত একটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। পরে তা সেনাবাহিনীর তৎপরতায় নিরাপদে সরিয়ে রাখা হয়।
মঙ্গলবার (১৮ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার একরামপুর এলাকার টুটুল এন্টারপ্রাইজ নামে ভাঙারির দোকান থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়।
ভাঙারি দোকানের কর্মচারী মাসুম মিয়া জানান, তিনি দোকানে প্রতিদিনের মতো মালামাল বাছাই করে ভেঙে গোছানোর সময় মর্টার শেলটি দেখতে পান। এরপর তিনি মর্টার শেলটি দোকানের মালিক টুটুল মিয়াকে দেখান।
দোকানের মালিক মো. টুটুল মিয়া বলেন, আমার দোকানের কর্মচারীর মাধ্যমে জানতে পারি। এরপর এই অস্বাভাবিক বস্তুটি দেখতে পেয়ে তাৎক্ষণিক ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে অবহিত করি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেলটি শনাক্ত করে এবং এর নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীকে জানায়। সেনাবাহিনীর দল ঘটনাস্থলে পৌঁছে আনুমানিক রাত সোয়া ১টা নাগাদ নিরাপত্তার স্বার্থে মর্টার শেলটিকে বালতির ভেতর বালু চাপা দিয়ে নিরাপদে সংরক্ষণ করে।
কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মনতোষ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেলটি শনাক্ত করে এবং সেনাবাহিনীকে বিষয়টি জানায়। পরে সেনাবাহিনী মর্টার শেলটি উদ্ধার করে বালতির ভেতর বালু চাপা দিয়ে রাখে। মর্টার শেলটি নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করা হবে। আজকে ঢাকা থেকে বোম ডিসপোজাল টিম পৌঁছে এটি নিষ্ক্রিয় করবে।
মনতোষ বিশ্বাস বলেন, বোম ডিসপোজাল টিম ঘটনাস্থলে না পৌঁছা পর্যন্ত নিরাপত্তার জন্য সেনাবাহিনী দোকানটিকে তালাবদ্ধ করে রেখেছে। ঘটনাটি এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করলেও, পুলিশ ও সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।