1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাস ডিপোকে কেন্দ্র করে বিএনপি-স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষ, আহত ৭ - NEWSTVBANGLA
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম
আগামী বছর থেকে কর্পোরেট রিটার্নও অনলাইনে আমাদের প্রয়োজন নিজেদের ঐক্য আরও সুসংহত করা : মির্জা ফখরুল স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করবে ‘ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়’ কাঠামো প্রত্যাখ্যান সাভারে ছাত্র- জনতা হত্যা মামলার যুবলীগ নেতা গ্রেফতার ডিএম‌পি ক‌মিশনারের বক্তব্য প্রত্যাখ্যান করা উচিত: ইফতেখারুজ্জামান ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে চীনের বিশ্ববিদ্যালয় সাভারে ছাত্র- জনতা হত্যা মামলার যুবলীগ নেতা গ্রেফতার সাভারের আশুলিয়ায় মহাসড়কে ডাকাতি হওয়া ডাকাতকে গ্রেপ্তার

বাস ডিপোকে কেন্দ্র করে বিএনপি-স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষ, আহত ৭

প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আবাসিক এলাকার বাস ডিপোকে কেন্দ্র করে ওয়ার্ড বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ মার্চ) রাতে মৌচাক মুক্তাঝিল আবাসিক এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়, শুক্রবার মধ্যরাতে নীলাচলের একটি বাসের ধাক্কায় মুক্তাঝিল এলাকার একটি মসজিদের কার্নিশের দেয়াল ক্ষতিগ্রস্ত হয়। এরপর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মমিনুর রহমান বাবু ও এলাকাবাসী নীলাচল বাসের কর্তৃপক্ষকে বাস ডিপো সরিয়ে নিতে বলেন। এ সময় তাদের মধ্যে সমঝোতা হয় দুই মাসের মধ্যে ডিপোটি সরিয়ে নিবে। এরই মধ্যে শনিবার রাতে ওয়ার্ড বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়।

এলাকাবাসী জানান, মুক্তাঝিল আবাসিক এলাকায় অবৈধভাবে নীলাচল পরিবহনের অর্ধশতাধিক বাসের ডিপো রয়েছে। এতে এ এলাকায় প্রায়ই জনদুর্ভোগের সৃষ্টি হয় এবং গাড়ির বেপরোয়া গতিতে দুর্ঘটনা ঘটে। এ ছাড়া এই টার্মিনালকে কেন্দ্র করে ওই এলাকায় মাদক ও ছিনতাইয়ের মতো ঘটনা বেড়ে গেছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব পাপ্পু বলেন, শুক্রবার মুক্তাঝিল আবাসিক এলাকার একটি মসজিদের কার্নিশের দেয়াল নীলাচলের বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়। এ নিয়ে এলাকাবাসী ও আমরা প্রতিবাদ জানাই এবং তাদেরকে বাস ডিপোটি সরিয়ে নিতে বলি। বাস কর্তৃপক্ষ আমাদের সঙ্গে সমঝোতা করে দুই মাসের সময় নেয়। এরপর বিএনপির বহিষ্কৃত নেতা ইকবাল (সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক) বাহিনীর ক্যাডার ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন এবং সাংগঠনিক সম্পাদক পলাশের নেতৃত্বে ৫০/৬০ জন সন্ত্রাসী বাহিনী আমাদের ওপর অতর্কিত হামলা করে। এ সময় ফিরোজ নামে আমাদের এক নেতাকে কুপিয়ে জখম করে এবং ইসমাইল নামে আরেকজনকে তুলে নিয়ে মারধর করে। তারা দুজনই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরও বলেন, বহিষ্কৃত ইকবাল এই ডিপো থেকে মাসে ৭০ হাজার টাকা চাঁদা তোলেন। আমরা এই ডিপো সরাতে বলায় তিনি তার বাহিনী দিয়ে আমাদের ওপর হামলা করে। আমরা এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছি। স্বেচ্ছাসেবক দল সবসময় চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে। কেন আমাদের নেতাকর্মীদের এভাবে কুপিয়ে জখম করা হলো আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন বলেন, এ ঘটনার আমি কিছুই জানি না। আমি গতকাল থেকে অসুস্থ। তবে শুনেছি স্বেচ্ছাসেবক দলের নেতারা নীলাচল বাস কর্তৃপক্ষের কাছে মসজিদের ক্ষতিপূরণের জন্য টাকা চেয়েছে। আপনারা (সাংবাদিক) নীলাচল বাসের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।

নীলাচল পরিবহনের কর্মকর্তা আবুল হাশেম বলেন, আমাদের গাড়ি আসার সময় মসজিদের লাইট ও কার্নিশ ভেঙে যায়। আমরা মিস্ত্রি এনে লাইট ঠিক করতে গেলে মসজিদ কমিটির সভাপতি মাহমুদ হাসান পাটোয়ারীর সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তার পক্ষ হয়ে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবুর লোকজন আমাদের ওপর অতর্কিত হামলা করে। এসময় আমিসহ হাসান মাহমুদ, আবু সিদ্দিক, বিল্লাল হোসেন নামে চারজন আহত হই। এরপর আমরা ঘটনাস্থল থেকে চলে আসি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, নীলাচল বাসের ধাক্কায় একটি মসজিদের কার্নিশ ভেঙে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। কিন্তু দুই গ্রুপের কাউকে আমরা চিহ্নিত করতে পারিনি। তবে এক পক্ষ অভিযোগ দিতে থানায় এসেছে। আমরা মামলা গ্রহণ করেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট