1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শীতবস্ত্র বিতরণের কার্যক্রম শেষ পর্যায়ে এসে পৌঁছেছে - NEWSTVBANGLA
মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
হাজারীবাগে ছিনতাইয়ে জড়িত ৪ জন দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার হাওর এলাকায় মাটি ভরাট করে আর কোনো রাস্তা হবে না : শেখ হাসিনা মৃত্যুর আগে চক্ষুদান করে গেলেন আকবর খান রনো ২০২৫ সাল নাগাদ জাতিসংঘ মিশন প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়েছে ইরাক পৃথিবীতে শুক্রবার দুই দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী সৌর ঝড়ের আঘাত যে পরিকল্পনা হোক, সেটা পরিবেশবান্ধব হতে হবে : প্রধানমন্ত্রী কনস্টেবলের চাকরি দেবে বলে টাকা আদায় পুলিশ বরখাস্ত সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সড়কে মৃত্যুহার কমানো সরকারের উদ্দেশ্যে : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিতে আইএসইউ উপাচার্যের শ্রদ্ধা

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শীতবস্ত্র বিতরণের কার্যক্রম শেষ পর্যায়ে এসে পৌঁছেছে

অনলাইন ডেস্ক :

পর্যায়জেলায় দুস্থ শীতার্তদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শীতবস্ত্র বিতরণের কার্যক্রম শেষ পর্যায়ে এসে পৌঁছেছে।

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চলতি শীত মৌসুমে ৩ কিস্তিতে ৩২ হাজার ৬৫০ টি কম্বল পাওয়া গেছে। এছাড়া ত্রাণ ও দুূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর প্রেরিত ৭ হাজার ৫শত কম্বলও শীতার্তদের মধ্যে বিতরণ কাজ চলছে। এ নিয়ে এ জেলায় সর্বমোট ৪০ হাজার ১৫০ টি কম্বল এসেছে।

জেলার ৭ উপজেলার ৫৩টি ইউনিয়ন ও ৪টি পৌরসভার শীতার্তদের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পিরোজপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ মাহমুদ জানান, নীতিমালা অনুযায়ী সংসদ সদস্যবৃন্দ এবং স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের মাধ্যমে এসকল কম্বল বিতরণ করা হচ্ছে।

প্রকৃত দুস্থ ও শীতার্তরা যাতে সঠিকভাবে শীতবস্ত্র পায় সেদিকে খেয়াল রাখা হচ্ছে। পিরোজপুর সদর উপজেলায় ৪ হাজার ৯২০ টি, নাজিরপুরে ৫ হাজার ৮৭০ টি, ইন্দুরকানীতে ৩ হাজার ৭৮০ টি, কাউখালীতে ৩ হাজার ৭৮০ টি, নেছারাবাদে ৬ হাজার ১৮১টি, ভান্ডারিয়ায় ৫ হাজার ৩৩২টি এবং মঠবাড়িয়ায় ৬ হাজার ৬৫২টি কম্বল বরাদ্দ করা হয়েছে। এছাড়া জেলার ৪টি পৌরসভা পিরোজপুর, স্বরূপকাঠী, ভান্ডারিয়া ও মঠবাড়িয়ার প্রত্যেকটি পৌরসভার অনুকূলে ৯০৮টি করে কম্বল বরাদ্দ দেয়া হয়।

পিরোজপুরের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের একটি সূত্র জানায় ইতোমধ্যেই ৯৫ শতাংশ কম্বল বিতরণ শেষ হয়েছে। পিরোজপুর পৌর এলাকার শহরতলীর রায়েরকাঠী গ্রামের সত্তোরর্ধ ইসহাক মিয়া জানান এবারের এ প্রচন্ড শীতে কম্বল পেয়ে তিনি খুবই উপকৃত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট