1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তেজগাঁও কলজে কৃষ্ণকুমারী নাটক অনুষ্ঠিত হয়! - NEWSTVBANGLA
সোমবার, ১৩ মে ২০২৪, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
হাজারীবাগে ছিনতাইয়ে জড়িত ৪ জন দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার হাওর এলাকায় মাটি ভরাট করে আর কোনো রাস্তা হবে না : শেখ হাসিনা মৃত্যুর আগে চক্ষুদান করে গেলেন আকবর খান রনো ২০২৫ সাল নাগাদ জাতিসংঘ মিশন প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়েছে ইরাক পৃথিবীতে শুক্রবার দুই দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী সৌর ঝড়ের আঘাত যে পরিকল্পনা হোক, সেটা পরিবেশবান্ধব হতে হবে : প্রধানমন্ত্রী কনস্টেবলের চাকরি দেবে বলে টাকা আদায় পুলিশ বরখাস্ত সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সড়কে মৃত্যুহার কমানো সরকারের উদ্দেশ্যে : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিতে আইএসইউ উপাচার্যের শ্রদ্ধা

তেজগাঁও কলজে কৃষ্ণকুমারী নাটক অনুষ্ঠিত হয়!

নিউজ ডেস্ক

ষ্ণকুমারী’ মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক। নাটকটির উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো কৃষ্ণকুমারী, মদনিকা, ভীমসিংহ, জগৎসিংহ, ধনদাস প্রমূখ।তেজগাঁও কলজের প্রিন্সিপাল আবদুর রশীদ অডিটোরিয়ামে ‘কৃষ্ণকুমারী’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয়।

বুধবার (৬ মার্চ) দুপুর দেড়টায় থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ তেজগাঁও কলেজের প্রযোজনায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির পৃষ্ঠপোষকতায় সফলভাবে নাটকটির প্রথম মঞ্চায়ন সম্পূর্ণ হয়।নাটকটি মঞ্চায়নের উদ্বোধন করেন বরেণ্য শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার বজলুল হক।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. শফি আহমেদ।অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন তেজগাঁও কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ হারুন-অর-রশিদ।

নাটকটি নির্দেশনা দিয়েছেন তেজগাঁও কলেজ থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় শিক্ষক নওরীন সাজ্জাদ ও ড. লতা সমদ্দার। অত্র বিভাগের ছাত্র-ছাত্রীদের একনিষ্ঠ অংশগ্রহন এবং অভিনয়ে কৃষ্ণকুমারী নাটকের সফল মঞ্চায়ন দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে।

এছাড়াও নাটকটির নান্দী রচনা করেছেন থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজের বিভাগীয় প্রধান ড. জাহারাবী রিপন। মঞ্চ ব্যবস্থাপনায় ছিলেন অত্র বিভাগের শিক্ষক সৈয়দ মুহাম্মদ জুবায়ের। নাটকটির আলোক পরিকল্পনা এবং আলোক প্রক্ষেপণ করেছেন বিভাগীয় শিক্ষক আতিকুল ইসলাম।বাংলাদেশ শিল্পকলা একাডেমির ‘চিরায়ত বাংলা নাটকের মঞ্চায়ন শীর্ষক কর্মসূচির আওতায় নাটকটির প্রথম মঞ্চায়ন সম্পন্ন হয়েছে।এছাড়াও আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬টায় একই মঞ্চে নাটকটি মঞ্চস্থ হবে।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- মানিয়া আক্তার সাদিয়া (কৃষ্ণকুমারী), রাইসুল ইসলাম রোমান (রাজা জগৎসিংহ), মো: জাহিদুল ইসলাম (রাজা ভীমসিংহ), সানজিদা আক্তার (মদনিকা), শেখ সায়েম হোসেন (ধনদাস), মারুফা আক্তার মিম (বিলাসবতি), তাসনোভা সানজিদা (অহল্যাদেবী), তূর্য দত্ত (বলেন্দ্রসিংহ), মোছা: আফসানা খানম মীম (তপস্বিনী), মো: নয়ন ইসলাম লিংকন (মন্ত্রী নারায়ণ মিশ্র), ফজলে রাব্বি মুন্না (মন্ত্রী সত্যদাস), বাধন হালদার (ভৃত্য রামপ্রসাদ), মো:সজিব হোসাইন (মরুদেশের দূত), রাহিম চৌধুরী সাগর (উদয়পুরের রক্ষক) এবং সখী চরিত্রে জাহিন পারসা জেসি, জেনিফার আহমেদ, তাকরিমা তাসনিম প্রীতি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট