1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কাল ব্রাজিলকে ২-১ গোলে পরাজিত করে মরক্কো - NEWSTVBANGLA
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাকা পপির নতুন গান – মিল্টন খন্দকারের সুরে -“সব কথা হবে না বলা” খালেদা জিয়া ঘোষণা দিয়েছিলেন দেশে মানুষকে ডাল-ভাত খাওয়াবে : শেখ হাসিনা তীব্র দাবদাহে পুড়ছে দেশ—ছুঁয়েছে ৪০ ডিগ্রির পারদ মান্দায় শিক্ষা অফিসের সামনে থেকে মোটরসাইকেলটি চুরি  তীব্র তাবদাহে নওগাঁয় বেড়েছে ডায়রিয়া রোগী তীব্র গরমের মধ্যে স্বস্তির বৃষ্টি হয়েছে ঢাকায়। মদ পান করে কয়েকজন নারী মিলে অন্য আরেক নারীকে মারধরের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি অধ্যক্ষ ড. আমজাদ হোসেনের বেতন বন্ধ করেছে শিক্ষা অধিদপ্তর ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার অধীর অপেক্ষায় আজও প্রহর গুনছেন পরিবার-নেতাকর্মীরা মুজিবনগর দিবস টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ঢল

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কাল ব্রাজিলকে ২-১ গোলে পরাজিত করে মরক্কো

প্রতিনিধি

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কাল ব্রাজিলকে ২-১ গোলে পরাজিত করে অঘটন ঘটিয়েছে মরক্কো। পাঁচ বারের বিশ^ চ্যাম্পিয়ন ব্রাজিলকে এই প্রথমবারের মত হারের তিক্ত স্বাদ দিল উত্তর আফ্রিকার দলটি।
সাউদাম্পটনের সাবেক মিডফিল্ডার সোফিয়ানে বুফাল ২৯ মিনিটে মরক্কোকে লিড এনে দেন। বিলাল এল খানুসের পাসে শক্তিশালী শটে ব্রাজিলিয়ান গোলরক্ষক উইভারটনকে পরাস্ত করেন কাতারের ক্লাব আল রাইয়ানের এই মিডফিল্ডার। ৬৭ মিনিটে অধিনায়ক কাসেমিরো ব্রাজিলকে সমতায় ফেরান। মরোক্কান গোলরক্ষক ইয়াসিন বুনু কাসেমিরোরা দূর্বল শটটি ধরতে পারেননি। সাম্পদোরিয়ার ধারের মিডফিল্ডার আব্দেলহামিদ সাবিরি ৭৯ মিনিট দুর্দান্ত ভলিতে মরক্কোর জয় নিশ্চিত করেন। গত বছর কাতার বিশ^কাপে প্রথম আরব ও আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করা মরক্কো আরো একবার প্রমান করলো তাদের ঐ পারফরমেন্স কোন অঘটন ছিলনা।
বিশ^কাপের পর এই প্রথমবারের মত দুই দল মাঠে নেমেছিল।
ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা মিডফিল্ডার কাসেমিরো ম্যাচ শেষে বলেছেন, ‘আমি এটা বলবো না যে আমাদের মধ্যে বোঝাপড়ার অভাব ছিল। নতুন কোচের পরিকল্পনার সাথে মানিয়ে নেবার অনুশীলন করতে হবে। আমি মনে করি আমরা ভাল ম্যাচ উপহার দিয়েছি। জয়ের জন্য সম্ভাব্য যা করার প্রয়োজন ছিল সবই আমরা করার চেষ্টা করেছি।’
বিশ^কাপে ক্রোয়েশিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে হেরে হতাশাজনক বিদায়ের ম্যাচটি থেকে মাত্র ১০জন কাল মরক্কো সফরে অন্তর্বর্তীকালন কোচ রামোন মেনজেসের বিবেচনায় সুযোগ পেয়েছিলেন। ইনজুরিতে থাকা নেইমার আরো একবার অনুপস্থিত তাকায় তার ১০ নম্বর জার্সি পড়ে কাল মাঠে নেমেছিলেন রিয়াল মাদ্রিদের তরুণ তুর্কি রডরিগো।
বিশ^কাপের শেষ আট থেকে বিদায়ের সাথে সাথে তিতের দায়িত্ব ছাড়ার পর ব্রাজিলের নতুন অস্থায়ী কোচ হিসেবে মেনজেসকে নিয়োগ দেয়া হয়। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আশা করছে সেপ্টেম্বরে ২০২৬ বিশ^কাপ বাছাইপর্ব শুরু হবার আগে নতুন কোচের নাম ঘোষনা করা হবে। ব্রাজিলিয়ান গণমাধ্যমে সূত্রমতে সিবিএফ’র পছন্দের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি। যদিও ইউরোপীয়ান মৌসুম শেষ হবার আগ পর্যন্ত ভবিষ্যত প্রসঙ্গে কোন সিদ্ধান্ত নিতে চাচ্ছেন না বলেই ইঙ্গিত দিয়েছেন আনচেলত্তি।
মরক্কোর ইবনে বতুতা স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে দুই দলই কিংবদন্তী ফুটবলার পেলের স্মরণে শ্রদ্ধা নিবেদন করে। গত ডিসেম্বরে ৮২ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ব্রাজিলিয়ান ‘কালোমানিক’ খ্যাত পেলে।
এর আগে ব্রাজিলের বিরুদ্ধে খেলা দুটি ম্যাচেই পরাজিত হয়েছিল মরক্কো। ১৯৯৭ সলে প্রীতি ম্যাচটিতে ২-০ এবং ১৯৯৮ সালে ফ্রান্স বিশ^কাপের গ্রুপ পর্বে ৩-০ গোলে জয়ী হয়েছিল সেলেসাওরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট