1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অনুমতি ব্যতিরেকে ট্যাগ করলে আনফ্রেন্ড - NEWSTVBANGLA
সোমবার, ১২ মে ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন

অনুমতি ব্যতিরেকে ট্যাগ করলে আনফ্রেন্ড

প্রতিনিধি

ব্যান্ড দলছুট নিয়ে বাপ্পা মজুমদার এখন ইউরোপ ট্যুরে আছেন। এরই মধ্যে জার্মানির পুরোনো শহর আউসবার্গের একটি মিলনায়তনে গান গেয়েছেন তিনি। ফেসবুকে দেওয়া পোস্টের মাধ্যমে বাপ্পা জানান, ১৭০০ সালের অপেরা স্টেজে গেয়েছেন তিনি। জার্মানির অনুষ্ঠানের পরদিন দলবল নিয়ে তিনি চলে যান সুইজারল্যান্ডে আরেকটি অনুষ্ঠানে গাইতে। অনুষ্ঠান শেষে বাপ্পা এখন তাঁর কন্যা পিয়েতা ও অভিনয়শিল্পী-উপস্থাপিকা স্ত্রী তানিয়া হোসাইনকে নিয়ে ঘোরাঘুরি করছেন। স্ত্রী ও কন্যার সঙ্গে একটি ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘জুরিখ স্ট্রিট’।

বরেণ্য অভিনয়শিল্পী সোহেল রানা এখন অভিনয় থেকে দূরে আছেন। নিজের এই স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘আমার অনুমতি ব্যতিরেকে যাঁরা আমাকে ট্যাগ করবেন, তাঁদেরকে আনফ্রেন্ড করে দেওয়া হবে’।
বরেণ্য অভিনয়শিল্পী সোহেল রানা এখন অভিনয় থেকে দূরে আছেন। নিজের এই স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘আমার অনুমতি ব্যতিরেকে যাঁরা আমাকে ট্যাগ করবেন, তাঁদেরকে আনফ্রেন্ড করে দেওয়া হবে’।

ছয় বছর পর প্রকাশিত হয়েছে আরফিন রুমি ও পড়শীর গাওয়া নতুন গান ‘ওরে মন’। এরই মধ্যে গানটি ইউটিউব ট্রেন্ডিংয়েও জায়গা করে নেয়। প্রকাশের পর গানটির সাড়ায় উচ্ছ্বসিত রুমি ও পড়শী। দুটি স্থিরচিত্র নিজের ফেসবুকে পোস্ট করে রুমি লিখেছেন, ‘ওরে মন গানের শুটিং স্পট থেকে। আমাদের নতুন গান’।
ছয় বছর পর প্রকাশিত হয়েছে আরফিন রুমি ও পড়শীর গাওয়া নতুন গান ‘ওরে মন’। এরই মধ্যে গানটি ইউটিউব ট্রেন্ডিংয়েও জায়গা করে নেয়। প্রকাশের পর গানটির সাড়ায় উচ্ছ্বসিত রুমি ও পড়শী। দুটি স্থিরচিত্র নিজের ফেসবুকে পোস্ট করে রুমি লিখেছেন, ‘ওরে মন গানের শুটিং স্পট থেকে। আমাদের নতুন গান’।

অভিনয়শিল্পী দম্পতি দীপা খন্দকার ও শাহেদ আলী। দুজন দুজনের মতো করে অভিনয় চালিয়ে যাচ্ছেন। সময় পেলে ঘুরতেও ভালোবাসেন তাঁরা। ভালোবাসার ইমোজি দিয়ে ঘোরাঘুরির এই স্থিরচিত্র পোস্ট করেছেন শাহেদ আলী।
অভিনয়শিল্পী দম্পতি দীপা খন্দকার ও শাহেদ আলী। দুজন দুজনের মতো করে অভিনয় চালিয়ে যাচ্ছেন। সময় পেলে ঘুরতেও ভালোবাসেন তাঁরা। ভালোবাসার ইমোজি দিয়ে ঘোরাঘুরির এই স্থিরচিত্র পোস্ট করেছেন শাহেদ আলী।

মনের আনন্দে বাজাচ্ছেন টেলিভিশন নাটকের এ সময়ের জনপ্রিয় তারকা তৌসিফ মাহবুব। ফেসবুকের চেকইন বলছে, তিনি এখন আছেন রাজশাহীতে। সেখানকার কলেজ মাঠ থেকে এ তিনটি স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, ‘রাজশাহীর প্রতিটি মুহূর্ত উপভোগ করছি’।
মনের আনন্দে বাজাচ্ছেন টেলিভিশন নাটকের এ সময়ের জনপ্রিয় তারকা তৌসিফ মাহবুব। ফেসবুকের চেকইন বলছে, তিনি এখন আছেন রাজশাহীতে। সেখানকার কলেজ মাঠ থেকে এ তিনটি স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, ‘রাজশাহীর প্রতিটি মুহূর্ত উপভোগ করছি’।তৌসিফের সৌজন্যে

টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রে এখন নিয়মিত মুখ চঞ্চল চৌধুরী। কদিন আগেই তিনি শুটিং শেষ করেছেন, মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’–এর। দেশের জনপ্রিয় এই অভিনেতা স্থিরচিত্রটি পোস্ট করে লিখেছেন, ‘বয়ে চলি নিরন্তর’।
টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রে এখন নিয়মিত মুখ চঞ্চল চৌধুরী। কদিন আগেই তিনি শুটিং শেষ করেছেন, মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’–এর। দেশের জনপ্রিয় এই অভিনেতা স্থিরচিত্রটি পোস্ট করে লিখেছেন, ‘বয়ে চলি নিরন্তর’।

প্রখ্যাত সংগীতশিল্পী ফেরদৌসী রহমান এখন আর ঘরের বাইরে বের হন না। পরবর্তী প্রজন্মের শিল্পীদের কাছে তাঁর দেখা পাওয়াটা অনেকটাই আশীর্বাদের মতো। ফেরদৌসী রহমানের দেখা পেয়ে সুরকার ও সংগীত পরিচালক আরাফাত মহসিনও তেমনটাই মনে করছেন। স্থিরচিত্রটি ফেসবুকে পোস্ট করে ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, ‘আশীর্বাদ’।
প্রখ্যাত সংগীতশিল্পী ফেরদৌসী রহমান এখন আর ঘরের বাইরে বের হন না। পরবর্তী প্রজন্মের শিল্পীদের কাছে তাঁর দেখা পাওয়াটা অনেকটাই আশীর্বাদের মতো। ফেরদৌসী রহমানের দেখা পেয়ে সুরকার ও সংগীত পরিচালক আরাফাত মহসিনও তেমনটাই মনে করছেন। স্থিরচিত্রটি ফেসবুকে পোস্ট করে ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, ‘আশীর্বাদ’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট