বিশ্বে ভিপিএনের ব্যবহার বাড়ছে

বিশ্বের বিভিন্ন অংশে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের (ভিপিএন) ব্যবহার প্রতিনিয়ত বাড়ছে। সাইবার নিরাপত্তা নিশ্চিতে ব্যবহারকারীরা বর্তমানে গোপনীয়তা ও সুরক্ষার বিষয়ে সচেতন হচ্ছেন বলে অ্যালয়েড মার্কেট রিসার্চের এক প্রতিবেদনের উঠে এসেছে।
বিশ্বে সামগ্রিকভাবে ১৬০ কোটি মানুষ ভিপিএন ব্যবহার করছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা কোনো ওয়েবসাইট ব্যান করা হলে বা কোনো তথ্য আড়াল করা হলে সে বিষয়ে জানতে পারেন।
অ্যালায়েড মার্কেট রিসার্চের তথ্যানুযায়ী, ২০১৯ সালে বিশ্বে ভিপিএন বাজার ছিল ২ হাজার ৫৪০ কোটি ডলারের। ২০২২ সালে ব্যক্তিগত ও ব্যবসায়িক পর্যায়সহ সামগ্রিকভাবে তা বেড়ে ৪ হাজার ৪৬০ কোটি ডলারে উন্নীত হয়েছে। গবেষণা সংস্থাটির মতে, ২০২৭ সাল নাগাদ ভিপিএনের বাজার ৭ হাজার ৫৫০ কোটি ডলার ছাড়িয়ে যাবে। কভিড-১৯ মহামারীতে রিমোট ওয়ার্কের কারণে ভিপিএনের ব্যবহার বাড়তে শুরু করে। এরপর তা অব্যাহত রয়েছে
ভিপিএন মূলত এমন একটি প্রযুক্তি যা ইন্টারনেটে প্রবেশের জন্য ডেডিকেটেড ভার্চুয়াল সংযোগ তৈরি করে। প্রয়োজন বিশেষে ভিপিএনের বিভিন্ন পরিষেবা রয়েছে। এর মধ্যে ফ্রি স্মার্টফোন অ্যাপ থেকে শুরু করে ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য পেইড ভার্সনও রয়েছে।
ভিপিএন পরিষেবা প্রদানের দিক থেকে সার্ফশার্ক বেশ পরিচিত। এর পূর্বাভাস অনুযায়ী চলতি বছর ব্যবহারকারীর সংখ্যা ১৬০ কোটি ছাড়িয়ে গেছে। এক জরিপে অংশ নিয়ে সার্ফশার্কের ৪৩ শতাংশ গ্রাহক জানায়, মূলত নিরাপত্তার জন্যই তারা ভিপিএন ব্যবহার করে।