জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লা হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের মধ্যে সাত শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। তা ছাড়া সাবেক দুই শিক্ষার্থীর সনদ ছয়
মাসের জন্য সাময়িক স্থগিত করা হয়েছে। রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রাজন মিয়া, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সোহাগ মিয়া, ইংরেজি বিভাগের হামিদুল্লাহ সালমান,
বায়োটেকনোলজি ও ইঞ্জিনিয়ারিং বিভাগের আহসান লাবিব, ম্যানেজমেন্ট
স্টাডিজ বিভাগের আতিকুজ্জামান আতিক, ইংরেজি বিভাগের মো.মাহমুদুল হাসান রায়হান এবং ফার্মেসি বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম ভূঁইয়া।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক দুই শিক্ষার্থীর সনদ ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে। তাঁরা হলেন সরকার ও রাজনীতি বিভাগের ৪৫ ব্যাচের শিক্ষার্থী রাজু আহমেদ এবং অর্থনীতি বিভাগের ৩৩ ব্যাচের আবু সাঈদ
ভূঁইয়া।
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এসব তথ্য জানিয়েছেন।
উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান বলেন,শামীম মোল্লার মৃত্যুর বিষয়ে তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায় যে,প্রাথমিক প্রক্টরিয়াল তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রশাসনিক সভা থেকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কৃতদের মাধ্যমে মৃত্যু ঘটার মতো কোনো কর্মকান্ড পরিচালিত হওয়ার প্রমাণ মেলেনি।
মোহাম্মদ কামরুল আহসান বলেন,তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শৃঙ্খলাসংক্রান্ত অধ্যাদেশের ধারা ৩-এর ২ (খ) অনুযায়ী নির্দিষ্ট মেয়াদে বিশ্ববিদ্যালয় থেকে ছয় মাসের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে এ আদেশ আগে দেওয়া সাময়িক বহিষ্কার আদেশের সময় থেকে কার্যকর হবে।