সার্বিয়ান মডেল ও অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে প্রেমের পর বিয়ে করেন ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। সম্প্রতি তাদের বিবাহবিচ্ছেদের গুঞ্জন ওঠে, সঙ্গে নানান জল্পনা তৈরি হয় এই জুটির সম্পর্ক নিয়ে। যদিও বিচ্ছেদের বিষয়ে এখনও দুজনের কেউই কিছু খোলাসা করেননি।
হার্দিক ও নাতাশার বিচ্ছেদ নিয়ে জল্পনার মাঝেই বেশ কয়েক দিন সামাজিক মাধ্যমে কোনো পোস্ট করা থেকে বিরত রয়েছে এই জুটি। বিয়ের পর থেকে ইনস্টাগ্রামে নিজের নামের পাশে ‘পান্ডিয়া’ পদবি ব্যবহার করছিলেন নাতাশা। সেটি মুছে দিয়েছেন হার্দিক স্ত্রী। আর এ থেকেই আরও বাড়তে থাকে জল্পনা। পাশাপাশি বাড়তি নজরে পড়তে থাকেন হার্দিক-নাতাশা দুজনেই।
২০২০ সালের মে মাসে বিয়ে করে এই জুটি। হার্দিক-নাতাশার ঘরে তিন বছরের একটি পুত্র সন্তানও রয়েছে। দিন দিন ছেলে অগস্ত্যাকে নিয়ে ব্যস্ততা বাড়ে তাদের। সামাজিক মাধ্যমে হার্দিক, নাতাশা ও পুত্র অগস্ত্যাকে এক ফ্রেমে দেখা গেছে বহুবার। স্ত্রী ও সন্তানকে নিয়ে কাটানো মুহূর্তগুলো দেখিয়ে ধরা দিতেন হার্দিক।
হার্দিক ও নাতাশার বিচ্ছেদ নিয়ে জল্পনার মাঝেই বেশ কয়েক দিন সামাজিক মাধ্যমে কোনো পোস্ট করা থেকে বিরত রয়েছে এই জুটি। বিয়ের পর থেকে ইনস্টাগ্রামে নিজের নামের পাশে ‘পান্ডিয়া’ পদবি ব্যবহার করছিলেন নাতাশা। সেটি মুছে দিয়েছেন হার্দিক স্ত্রী। আর এ থেকেই আরও বাড়তে থাকে জল্পনা। পাশাপাশি বাড়তি নজরে পড়তে থাকেন হার্দিক-নাতাশা দুজনেই।
২০২০ সালের মে মাসে বিয়ে করে এই জুটি। হার্দিক-নাতাশার ঘরে তিন বছরের একটি পুত্র সন্তানও রয়েছে। দিন দিন ছেলে অগস্ত্যাকে নিয়ে ব্যস্ততা বাড়ে তাদের। সামাজিক মাধ্যমে হার্দিক, নাতাশা ও পুত্র অগস্ত্যাকে এক ফ্রেমে দেখা গেছে বহুবার। স্ত্রী ও সন্তানকে নিয়ে কাটানো মুহূর্তগুলো দেখিয়ে ধরা দিতেন হার্দিক।