তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে সাভারের বঙ্গবন্ধু রোড, গৌরীপুর, টংগাবাড়ী, রাজু মার্কেট ও আশুলিয়ায় অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) এক বার্তায় এ তথ্য জানায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
এর আগে সোমবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে টংগাবাড়ি, আশুলিয়ার ওরিয়েন্টাল ওয়াশিং নামক প্রতিষ্ঠানের একটি বয়লার ও ৬টি ড্রায়ারের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় প্রায় ১০০ ফুট ১ ইঞ্চি সার্ভিস পাইপ সোর্স পয়েন্ট থেকে তৃতীয়বারের মতো বিচ্ছিন্ন করে কিল করা হয়েছে। টংগাবাড়ি, আশুলিয়ার স্পার্টান ফ্যাশন লিমিটেড নামক প্রতিষ্ঠানের একটি বয়লারের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় প্রায় ২০০ ফুট ২ ইঞ্চি সার্ভিস পাইপ সোর্স পয়েন্ট থেকে দ্বিতীয়বারের মতো বিচ্ছিন্নপূর্বক কিল করা হয়েছে। একই স্থানে একটি নামবিহীন প্রতিষ্ঠানের ২টি স্টার বার্নারের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় প্রায় ১৫ ফুট ১ ইঞ্চি সার্ভিস পাইপ সোর্স পয়েন্ট থেকে বিচ্ছিন্ন করে কিল করা হয়েছে।
এছাড়া রাজু মার্কেট, গৌরীপুর, আশুলিয়ার আলসুদাইস হোটেলের ৪টি স্টার বার্নার ও ২টি বার বার্নার (গ্রিল) এর অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় প্রায় ১০ ফুট ১ ইঞ্চি সার্ভিস পাইপ সোর্স পয়েন্ট হতে বিচ্ছিন্নপূর্বক কিল করা হয়েছে।
স্পার্টান ফ্যাশন লিমিটেডকে অবৈধ শিল্প সংযোগ ব্যবহারের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ২ লাখ টাকা জরিমানা করা হয়।