1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ম্যাজিস্ট্রেট পরিচয়ে হোটেল, রেস্তোরাঁ এবং দোকানে চাঁদাবাজি, আটক ৪ - NEWSTVBANGLA
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম
জাতির কাছে ক্ষমা চেয়ে গণহারে জাতীয় পার্টির নেতাকর্মীর পদত্যাগ! ঢাকার জলাবদ্ধতা নিরসন রাতারাতি করা সম্ভব নয় : ডিএনসিসি প্রশাসক মাগুরার সেই শিশুটির পরিবারের জন্য ঈদ উপহার পাঠালেন তারেক রহমান পুলিশকে অবশ্যই আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে: প্রধান উপদেষ্টা সাবেক এমপি ছানোয়ার চার মামলায় ১৯ দিনের রিমান্ডে শহীদ সেলিমের কন্যার দায়িত্ব গ্রহণ করে নাম রাখলেন জামায়াতের আমির দেশের দীর্ঘতম যমুনা রেল সেতুর উদ্বোধন মঙ্গলবার জুলাই অভ্যুত্থানে হামলায় অভিযুক্ত ঢাবির ১২৮ শিক্ষার্থীকে বহিষ্কার বরগুনায় মধ্যরাতে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ রোজা রেখে মিথ্যা বললে যে ক্ষতি হবে

ম্যাজিস্ট্রেট পরিচয়ে হোটেল, রেস্তোরাঁ এবং দোকানে চাঁদাবাজি, আটক ৪

প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় ম্যাজিস্ট্রেট পরিচয়ে বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ এবং দোকানে চাঁদাবাজির অভিযোগে চার জনকে আটক করে পুলিশে দিয়েছে ব্যবসায়ী এবং স্থানীয় জনতা।

রোববার (১৬ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার শিহাড়া ইউনিয়নের আলপাকা মোড়ে এ ঘটনা ঘটে।

আটক হওয়া ব্যক্তিরা হলেন— সাপাহার উপজেলার সদর ইউনিয়নের মির্জাপুর গ্রামের সাদেক উদ্দিন, সাপাহার সদর ইউনিয়নের গাঞ্জাকুড়ি গ্রামের রায়হান ও মুক্তার এবং পত্নীতলা উপজেলার গোবিন্দবাটি গ্রামের আকাশ। তাদের কাছ থেকে মানবাধিকার প্রতিদিন এবং সি টিজি টিভি নামে দুটি সংবাদমাধ্যমের আইডি কার্ড পাওয়া গেছে।

পুলিশ জানায়, রোববার (১৬ মার্চ) দুপুর ১টার দিকে সাদেক উদ্দিন, রায়হান, আকাশ এবং মুক্তার শিহাড়া ইউনিয়নের আলপাকা নামক স্থানে বিভিন্ন দোকানে ম্যাজিস্ট্রেট পরিচয়ে অভিযান পরিচালনা করে ভয়ভীতি দেখাতে থাকে। ব্যবসায়ীদের কাছ থেকে ট্রেড লাইসেন্স এবং অন্যান্য কাগজপত্র দেখতে চায়। কোনো ব্যবসায়ী কাগজ দেখাতে ব্যর্থ হলে চাঁদা দাবি করে বসেন। তাদের আচরণে স্থানীয় জনতার সন্দেহ হলে একপর্যায়ে কিছু ব্যবসায়ী তাদের পরিচয় জানতে চান। পরিচয় জানাতে ব্যর্থ হলে ব্যবসায়ী এবং উৎসুক জনতা তাদের আটক করে।

দেলোয়ার হোসেন নামে এক মুদি ব্যবসায়ী বলেন, তারা আমার দোকানে এসে ট্রেড লাইসেন্স দেখতে চায়। আমি বলি, লাইসেন্স আমার ভাইয়ের কাছে আছে। তারা তখন আমাকে বলে, আমরা ইউএনও স্যারের লোক, তোমাকে জেলে দেব। একপর্যায়ে তারা আমার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। তাদের সঙ্গে আনসার এবং পুলিশ না থাকায় সন্দেহ মনে হয়েছে। পরে বাজারের সব ব্যবসায়ীরা সহকারে তাদের আটক করেছি।

এ বিষয়ে পত্নীতলা থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান বলেন, চাঁদাবাজির অভিযোগে চারজনকে আটক করে রেখেছিল ব্যবসায়ীরা । খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে অভিযুক্তদের থানায় নিয়ে আসা হয়েছে। ব্যবসায়ীদের ডাকা হয়েছে, তারা এসে লিখিতভাবে থানায় অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট