ম্যানচেস্টার থেকে সিলেট—দীর্ঘ যাত্রা শেষে অবশেষে দেশে এসে পৌঁছেছেন হামজা চৌধুরী। আগেও বাংলাদেশে এসেছিলেন, তবে এবারের আসাটা বিশেষ। প্রথমবারের মতো বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড় হয়ে দেশে এসেছেন তিনি। দেশে ফেরার অনুভূতি কতটা ছুঁয়ে গেছে তাকে, আর ভারত ম্যাচে নিজের স্বপ্ন নিয়েও গণমাধ্যমকে জানালেন প্রতিক্রিয়া।
বিমানবন্দরের সব আনুষ্ঠানিকতা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রাথমিক প্রতিক্রিয়ায় হামজা বলেন, “দারুণ লাগছে। আমার হৃদয় পূর্ণ। লম্বা সময় পর ফিরেছি।”
এরপর ভারত ম্যাচ নিয়ে করা হয়েছে প্রশ্ন। যেখানে হামজা উত্তরটা ইংরেজিতে না দিয়ে দিয়েছেন বাংলাতে। তাও তার সিলেটি ভাষায়, “ইনশাল্লাহ আমরা জিততে পারবো। বড় স্বপ্ন আছে আমাদের। কোচের সঙ্গে কথা বলবো। আর ভারতকে হারিয়ে সামনে এগিয়ে যেতে পারবো।”
বিস্তারিত আসছে…