1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জাপান গার্ডেন সিটিতে কুকুর-বিড়াল হত্যা, ক্ষুব্ধ জয়া-সালমান - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন

জাপান গার্ডেন সিটিতে কুকুর-বিড়াল হত্যা, ক্ষুব্ধ জয়া-সালমান

প্রতিনিধি

শুক্রবার মধ্যরাত, রাজধানীর মোহাম্মাদপুরের জাপান গার্ডেন সিটি এলাকা। সেখানে নিয়মিত বিচরণ করা অবলা প্রাণীগুলো হয়তো বুঝতেই পারেনি, আজই তাদের শেষ রাত।

সেখানকার কুকুরগুলো যখন মানুষের লাঠির আঘাত খেয়ে অভ্যস্ত, সেই কুকুরগুলোই ভয় ভেঙে, বিশ্বাস করে এগিয়ে গিয়েছিল সেই মানুষেদের কাছে। বলে রাখা, কুকুর কারও বিশ্বাস না ভাঙলেও সৃষ্টির সেরা জীব মানুষ সেই কুকুরগুলোর বিশ্বাস ভেঙে দেয়, খাবারের লোভে ডেকে এনে বিষ মিশিয়ে মেরে ফেলে সেই অবলা প্রাণীদের, বাদ যায়নি একটি বিড়ালও।

শুক্রবার রাত থেকেই এমন ঘটনার ছবি, ভিডিও প্রকাশ্যে আসলে তোলপাড় হয়ে ওঠে সামাজিক মাধ্যম। রাতভর অ্যানিম্যাল ওয়েলফেয়ার গ্রুপে থাকা প্রাণীপ্রেমীদের আহাজারিতে ভরে ওঠে সামাজিক মাধ্যম। সে খবর রীতিমতো পৌঁছে যায় দেশের শোবিজ অঙ্গনেও। প্রাণীপ্রেমী তারকাদের মনেও দাগ কাটে নির্মম এই ঘটনা। রীতিমতো ক্ষুব্ধ হয়ে পড়েন অভিনেত্রী জয়া আহসান, সালমান মুক্তাদিররা।

এ ঘটনার নিন্দা প্রকাশ করে সামাজিক মাধ্যমে জয়া আহসান লিখেছেন, ‘ক্ষুধার্ত কুকুরকে খাবার সেধে খাওয়ালো বিষ- ছয় কুকুর ও এক বিড়ালকে বিষ প্রয়োগে মেরে ফেলেছে জাপান গার্ডেন সিটি বিল্ডিং কমিটির লোকজন। প্রায় ৫ বছর ধরে এটি তারা চেয়েছিল। পারেনি স্থানীয় প্রাণিপ্রেমীসহ বিভিন্ন প্রাণীকল্যাণ সংস্থার প্রতিবাদে। আজ ঘটনা ঘটিয়ে দিল তারা।’

এদিকে সালমান মুক্তাদিরও রীতিমতো ক্ষুদ্ধ হয়েছেন এমন কর্মকাণ্ডে। প্রতিবাদের গলায় সালমান এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমাদের সঙ্গে এসব কি ঘটছে! আমাদের আত্মা বলতে কিছু নেই, অনুভূতি নেই। মানুষ নিজেই জানোয়ার। পশু-পাখিদের জানোয়ার ডাকার কোনো পয়েন্ট নাই এখন আর। আমরা জানোয়ার হয়ে গেছি। প্রাণি হওয়ার জন্য প্রাণের প্রতি মায়া থাকতেই হবে। আল্লাহর গজব পড়ুক তোদের ওপর। তোরাও যখন মরবি, প্রতিটা নিশ্বাসে যেন তোদের এটা মনে করিয়ে দেয়। আমি আশা করি, তোরাও এভাবে ভুগবি।’

আলোচিত তারকা জ্যোতিকা জ্যোতিও এ নিয়ে ক্ষুব্ধ। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘মানুষ এতটা অমানুষ কিভাবে হয়? এতটা বিবেকহীন? জাপান গার্ডেন সিটি বিল্ডিং কমিটির লোকজন ছয়টি কুকুর আর একটি বিড়ালকে খাবারের সাথে বিষ দিয়ে মেরে ফেলেছে। আরও আগে থেকেই তারা এটি করতে চেয়েছিলো, পারেনি। এবার করেই ফেলল।’

প্রসঙ্গত, রাজধানীর মোহাম্মাদপুরের অভিজাত আবাসিক এলাকা জাপান গার্ডেন সিটিতে বেওয়ারিশ কুকুরের দৌরাত্ম বেড়েছে বলে অভিযোগ। ফলে সেখানকার বাসিন্দারা এসব প্রাণিদের প্রতি একরকম তিক্ত অভিজ্ঞতার শিকার হচ্ছেন। সামাজিক মাধ্যমে সেখানকার বাসিন্দারা কুকুরের প্রতি বিভিন্ন অভিযোগ এনে পোস্ট করেছেন। তাতে দেখা যায়, সেখানকার শিশুদের কুকুর কামড়েছে বলে অভিযোগ আনা হচ্ছে।

এমন অবস্থায় জাপান গার্ডেন সিটি বাসির পক্ষ থেকে বেওয়ারিশ কুকুর নিধনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা ছিল বহু আগেই। সম্প্রতিই তা ঘটানো হয়েছে। এর ফলে বেশ সংখ্যক কুকুরকে মেরে ফেলেছে জেজিসি লাইফ সোসাইটি নামের একটি টিম।

এ ঘটনায় সকল প্রাণিহত্যার নিন্দা জানানোর পাশাপাশি আইনি ব্যবস্থাও নেওয়ার তাগিদ দিয়েছেন প্রাণীপ্রেমিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট