নগরের চট্টগ্রাম বৌদ্ধ বিহার (সাংঘিক)’এ আজ ১৫ মার্চ শনিবার বিকালে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রদত্ত অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রাউজান, হাটহাজারী ও ফটিকছড়ির ১০৯ টি বিহারে প্রতিটিতে ২২ হাজার টাকা করে চব্বিশ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, প্রাবন্ধিক বীর মুক্তিযোদ্ধা সুশীল বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোহাম্মদ কামরুজ্জামান।
চেক বিতরণ অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পালি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু।
বক্তারা বলেন, প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। রাজনৈতিক কারণে গতবারের চেক হস্তান্তরে বিলম্ব হয়। যা আজকে তিনটি উপজেলার বৌদ্ধ বিহারে প্রদান করা হচ্ছে। পর্যায়ক্রমে অন্য বিহারগুলোতেও প্রধান উপদেষ্টার অনুদানের চেক বিতরণ করা হবে। এসব অনুদান যাতে প্রবারণা উদযাপনে সহায়ক হয়। এর মাধ্যমে মানবকল্যাণ ও সম্প্রীতি আরও দৃঢ় হবে। এটাই প্রধান উপদেষ্টা দেশের সকল নাগরিকের কাছ থেকে আশা করেন।
বিশেষ অতিথি ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব জয়দত্ত বড়ুয়া।
অতিথি ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া, বিহারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এবং দায়িত্বপ্রাপ্ত দায়কদের হাতে আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তর করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন ভদন্ত বিপুলাসেন মহাথেরো, ভদন্ত বিজয়ানন্দ থেরো, অধ্যাপক বিপুরানন্দ মহাথেরো, কল্যাণ ফ্রন্ট নেতা জেবিএস আনন্দবোধি ভিক্ষু।
বক্তব্য রাখেন অঞ্জন কুমার বড়ুয়া, সাংবাদিক কেশব বড়ুয়া, অধ্যাপক পলাশ বড়ুয়া, এডভোকেট শিপন কুমার দে।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ গোলাম মোস্তফা ও সেফু বড়ুয়া অপূর্ব।
অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করেন রিটন বড়ুয়া, পবিত্র বড়ুয়া, প্রকৌশলী তাপস বড়ুয়া, বিশ্বজিৎ বড়ুয়া প্রমুখ।