1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আইপিএল নিলামে জায়গা পাওয়া কে এই ১৩ বছরের কিশোর - NEWSTVBANGLA
রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকায় রাতে বজ্রসহ বৃষ্টি হতে পারে জুলাই বিপ্লব নতুনভাবে দেশ গঠনের সুযোগ করে দিয়েছে খালেদা জিয়াকে বাদ দিয়ে দেশের ইতিহাস লেখা যাবে না : চসিক মেয়র ‘হঠাৎ বিকট শব্দ, দৌড়ে গিয়ে দেখি বাড়ির ভেতরে আগুন আর কান্নাকাটি’ পরিবেশ দূষণমুক্ত চাইলে দূষণকারী শিল্পকারখানা বন্ধ করার আহ্বান না ফেরার দেশে নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন মাহিন সরকারের বিরুদ্ধে ৭.৫ কোটি টাকার ভুয়া গল্প, আসলেই কি ঘটেছে বেলকুচিতে রাতের মধ্যে যেসব এলাকায় ঝড় হতে পারে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামায় জাবি ছাত্রলীগের সাবেক সভাপতি ললিপপ জনি কেরানীগঞ্জে এসি বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন হাসপাতালে

আইপিএল নিলামে জায়গা পাওয়া কে এই ১৩ বছরের কিশোর

প্রতিনিধি

মাস দুয়েক আগেই বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর করা পেশাদার ক্রিকেটে সবচেয়ে কমবয়সের সেঞ্চুরির বিশ্বরেকর্ড ভেঙ্গেছিলেন বৈভব সূর্যবংশী। বয়স মাত্র ১৩ হলেও বৈভবের নামটা তাই ভারতীয় ক্রিকেটে বেশ আলোচিত। ১৩ বছর ১৮৮ দিনে পেশাদার ক্রিকেটে সেঞ্চুরি পেয়েছিলেন এই ভারতীয় কিশোর। আর বয়সটা যেদিন ১৩ বছর ২৩৪– সেদিন বৈভব পেলেন আরেক সুখবর। 

এই ১৩ বছরেই আইপিএলের নিলামের জন্য শর্টলিস্টে চলে এসেছে বৈভব সূর্যবংশীর নামটা। নিলামে জশ বাটলার, কুইন্টন ডি কক কিংবা মিচেল স্টার্কদের পাশাপাশি থাকবে বৈভবের নামটাও।

বৈভবের এমন উত্থান অবশ্য ধারাবাহিক প্রক্রিয়ার ফসল।  এরই মধ্যে খেলেছে রঞ্জি ট্রফিতে। বিহারের হয়ে ১২ বছর ২৮৪ দিন বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষিক্ত হয়ে আলোচনার জন্ম দিয়েছিল বৈভব। প্রথম শ্রেণির ক্যারিয়ারে শুরুটা অবশ্য তেমন ভালো হয়নি। ৫ ম্যাচে এখন পর্যন্ত মোট রান করেছে ১০০।  বয়স বিবেচনায় এনে অবশ্য তার রঞ্জি পারফরম্যান্সকে খুব একটা বড় চোখে দেখছেন না নির্বাচকরা।

জায়গা ঠিকই পেয়েছেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলে। এছাড়া খেলেছেন বিনোদ মানকাড ট্রফিতেও। বিহারের আন্তজেলা টুর্নামেন্ট হেমান ট্রফিতে ৮ ম্যাচে ৮০০ রানের বেশি করেছিল বৈভব। ভিনু মানকড় ট্রফিতে পাঁচ ম্যাচে এসেছে ৪০০ রান।

অবশ্য আইপিএলে ১৩ বছরের বৈভব জায়গা পাবেন এমন ভাবাও কিছুটা কষ্টকর। বিশ্বের সবচেয়ে বড় এই ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্টে তাকে কাদের বিপক্ষে খেলতে হবে সেটাও নিশ্চিতভাবেই বিবেচনায় রাখবে দলগুলো। যে কারণে হয়ত চূড়ান্তভাবে কোথাও দেখা নাও যেতে পারে বৈভবকে। অবশ্য আইপিএল নিলাম বরাবরই অনিশ্চিয়তার খেলা।

আইপিএলের মেগা নিলাম এবার হবে জেদ্দায়। দুই দিনে ৫৭৪ ক্রিকেটারকে নিলামে তোলা হবে। এর মধ্যে ৩৬৬ জন ক্রিকেটার ভারতীয় ও ২০৮ জন বিদেশি। নিলামে আছেন অভিষেক না হওয়া ৩১৮ জন ভারতীয়, অভিষেক না হওয়া ১২ জন বিদেশি ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজিগুলো ২০৪ জন ক্রিকেটার কিনতে পারবে, যেখানে বিদেশিদের জন্য জায়গা আছে ৭০টি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট