২০১৫ সালে সহকর্মী সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেন ওপার বাংলার অভিনেত্রী মধুমিতা সরকার। তার প্রথম সিরিয়াল ‘সবিনয় নিবেদন’ চলাকালীনই সৌরভের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী। সেটেই তাদের আলাপ হয়, এরপরই বিয়ে। কিন্তু তা ভাঙতেও খুব বেশি দেরি হয়নি।
এরপর নতুন প্রেমে পড়েছেন মধুমিতা। বর্তমানে তাদের সম্পর্কের বয়স মাত্র ৫ মাস। এরই মধ্যে একে অপরের কাছের হয়ে উঠেছেন তারা। তাই প্রেমিক দেবমাল্য চক্রবর্তীকেই বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মধুমিতা। শোনা যাচ্ছে, আগামী ডিসেম্বর কিংবা আগামী বছরের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসবেন তারা।
এদিকে প্রায় সময়ই প্রেমিক দেবমাল্যকে নিয়ে কোয়ালিটি টাইম কাটাতে দেখা মধুমিতাকে। ঘুরতে বের হন বিভিন্ন জায়গায়। সদ্যই দোল উদযাপনে গ্যাংটকের বরফের রাজ্যে যান মধুমিতা। সেখান থেকে প্রেমিকের সঙ্গে বেশ কিছু মুহূর্ত ভাগ করে নেন অনুরাগীদের মাঝে; তাদের দুজনকে বরফ নিয়ে খুনসুটিতেও মেতে উঠতে দেখা যায়।
সেই পোস্টে এক বিশেষ বার্তা দিয়ে মধুমিতা লেখেন, ‘হোলিতে ভিন্নতা আনলাম বরফ দিয়ে। এ বছর আমরা ইউমত্থাং ভ্যালি তে খুব সুন্দর মূহূর্ত কাটালাম। এর চেয়ে ভালো আর কিছু হয় নাকি! সকলকে (একটু দেরিতে) দোলের শুভেচ্ছা।’
বিয়েকে সামনে রেখে মধুমিতার এমন মুহূর্তে আপ্লুত অনুরাগীরা; তাদের দুজনের জন্য শুভকামনা জানাতে ভোলেনি নেটিজেনরা।