বাগেরহাট পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সরদার জসিম উদ্দিনের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধনে পৌরসভার বিভিন্ন এলাকার বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য দেন— আহত সরদার জসিম উদ্দিনের চাচা প্রফেসর আ: মালেক, ভাই সামসুর রহমান ,জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ইভা আকতার, যুবদল নেতা এ্যাডভোকেট সাজ্জাদ হোসেন, শে্খ ওমর আলী মুন্না প্রমুখ।
বক্তারা বলেন, বেশ কিছুদিন আগে শ্রমিক দল নেতা সেলিম ভুইয়ার ভাই আজিম ভুইয়া ও তার লোকজন শহরের নাগের বাজার এলাকায় পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সরদার জসীম উদ্দিনের ভাগ্নেকে মারধর করে। এর কয়েকদিন পর জসীমের কাছে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাদাঁ না পওয়ায় সরদার জসিমের ওপর অর্তকিত হামলা চালায়। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানান বক্তারা।
১২ মার্চ রাতে ভাগ্নেকে মারধরের কারণ জানতে গেলে যুবদল নেতা সরদার জসিম উদ্দিনকে এলোপাথারী কুপিয়ে আহত করে। তার দুই পায়ের রগ কেটে দেয় শ্রমিক দল নেতা সেলিম ভুইয়ার ভাই আজিম ভুইয়া ও তার লোকজন।
সরদার জসিম উদ্দিনের উপর হামলার ঘটনায় ১৫ মার্চ জসিমের বড় ভাই সামসুর রহমান বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।