ভারতের অরুণাচল প্রদেশে গভীর খাদে ট্রাক পড়ে তিন সেনা নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার প্রদেশের আপার সুবানসিরিতে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড এ ঘটনায় নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছে। তারা বলেছে দুর্ঘটনায় প্রাণ গেছে হাবিলদার নাখাত সিং, নায়েক মুকেশ কুমার এবং পদাতিক বাহিনীর সদস্য আশিশের। এছাড়া সেনাবাহিনী নিহতদের পরিবারের পাশে থাকবে বলেও জানিয়েছে ইস্টার্ন কমান্ড।
এদিকে নিয়ন্ত্রণ হারিয়ে নাকি অন্য কোনো গাড়ির ধাক্কায় সেনাবাহিনীর ট্রাকটি গভীর খাদে পড়ে গিয়েছিল কি না এ ব্যাপারে এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া যারা আহত হয়েছেন তাদের অবস্থা কেমন আছে এ বিষয়েও স্পষ্ট কোনো তথ্য জানায়নি সেনাবাহিনী।