নিজেদের ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের দুদিন পরেই ফ্রেঞ্চ সেনসেশন কিলিয়ান এমবাপেকে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। আগামী মৌসুমে রদ্রিগো গোজ আর ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে জুটি গড়বেন তিনি। সঙ্গে থাকবেন ফেদে ভালভার্দে, এদুয়ার্দো কামাভিঙ্গা, অরেলিন চুয়ামেনি এবং জ্যুড বেলিংহ্যামের মতো তারকারা। একথা নিশ্চিতভাবেই বলা যায় নতুন যুগের ‘গ্যালাক্টিকো’ তৈরি
তবে নগর প্রতিপক্ষ যখন তারার হাট বসিয়েছে, তখন অ্যাতলেটিকো মাদ্রিদই বা পিছিয়ে থাকবে কেন! দলে তারা আনতে চাইছে পরীক্ষিত তারকাকে। আর সেই লক্ষ্যে অ্যাতলেটিকোর প্রথম পছন্দ আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা হুলিয়ান আল্ভারেজ।
স্প্যানিশ জনপ্রিয় দৈনিক মার্কার সূত্রে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, তরুণ এই স্ট্রাইকারকে দলে পেতে রীতিমত মরিয়া হয়ে আছে অ্যাতলেটিকো কর্তৃপক্ষ। ম্যানচেস্টার সিটিতে আর্লিং হালান্ডের কারণে পর্যাপ্ত সুযোগ পাচ্ছেন না আলভারেজ। এটিকেই মূল যুক্তি হিসেবে ধরে নিয়েছেন ক্লাবের কর্তাব্যক্তিরা।
তবে নগর প্রতিপক্ষ যখন তারার হাট বসিয়েছে, তখন অ্যাতলেটিকো মাদ্রিদই বা পিছিয়ে থাকবে কেন! দলে তারা আনতে চাইছে পরীক্ষিত তারকাকে। আর সেই লক্ষ্যে অ্যাতলেটিকোর প্রথম পছন্দ আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা হুলিয়ান আল্ভারেজ।
স্প্যানিশ জনপ্রিয় দৈনিক মার্কার সূত্রে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, তরুণ এই স্ট্রাইকারকে দলে পেতে রীতিমত মরিয়া হয়ে আছে অ্যাতলেটিকো কর্তৃপক্ষ। ম্যানচেস্টার সিটিতে আর্লিং হালান্ডের কারণে পর্যাপ্ত সুযোগ পাচ্ছেন না আলভারেজ। এটিকেই মূল যুক্তি হিসেবে ধরে নিয়েছেন ক্লাবের কর্তাব্যক্তিরা।