1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৯৮ বছর ধরে চলা লোকাল ট্রেন বন্ধ, প্রতিবাদে রেলপথ অররোধ - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম

৯৮ বছর ধরে চলা লোকাল ট্রেন বন্ধ, প্রতিবাদে রেলপথ অররোধ

প্রতিনিধি

ময়মনসিংহ-নেত্রকোণা-মোহনগঞ্জ রুটে লোকাল ট্রেন বন্ধের প্রতিবাদ ও ঈদের আগে চালুর দাবিতে মানববন্ধন ও প্রতীকী রেল অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) বিকেলে সচেতন নাগরিক সমাজ ও মোহনগঞ্জ উন্নয়ন ফোরামের ব্যানারে মোহনগঞ্জ রেল স্টেশনে ঘণ্টাব্যাপী মানববন্ধন, বিক্ষোভ ও প্রতীকী রেল অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে শিক্ষক -শিক্ষার্থী, সাংবাদিকসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ১৯২৭ সাল থেকে এই রুটে লোকাল ট্রেনটি চালু ছিল। কিন্ত হঠাৎ করেই গত বছরের ৪ ডিসেম্বর থেকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী লোকাল ট্রেনটি রেল কর্তৃপক্ষ বন্ধ করে দেয়। ফলে চার মাস ধরে চরম ভোগান্তি পোহাতে হচ্চে এই রুটের যাত্রীদের। কারণ হিসেবে তারা বলছেন ট্রেনের লোকোমোটিভ (ইঞ্জিন) সংকট।

মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. মোস্তফা কামাল বলেন, রেলওয়ে কন্ট্রোল রুম থেকে নির্দেশনা আসার পর ২০২৪ সালের ৪ ডিসেম্বর থেকে ময়মনসিংহ টু মোহনগঞ্জ লোকাল ট্রেনটি বন্ধ আছে। রেলওয়ে কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, লোকোমোটিভ ইঞ্জিন স্বল্পতার কারণে ট্রেনটি চালু করা যাচ্ছে না।

কবে নাগাদ ট্রেনটি পুনরায় চালু হতে পারে জানতে চাইলে স্টেশন মাস্টার বলেন, এ বিষয়ে আমাদের এখনো কোনো নির্দেশনা আসেনি। এ ধরনের কোনো নির্দেশনা থাকলে আমরা সেই অনুযায়ী পদক্ষেপ নেব। তবে কবে নাগাদ ট্রেনটি পুনরায় চালু হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

মোহনগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি মো. আল হেলাল তালুকদার বলেন, ঈদ যাত্রাকে সহজতর করার জন্য সরকার ঈদের সময় ট্রেনের সংখ্যা বাড়িয়ে দেয়। অথবা ট্রেনে বগির সংখ্যা বাড়িয়ে দেয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঈদ যাত্রা কঠিন করার জন্য,রেলের একটি অংশ এই ময়মনসিংহ থেকে মোহনগঞ্জের লোকাল ট্রেনটি বন্ধ রেখেছে।
ঈদে ঘর মুখো মানুষের যাতায়াতের সুবিধার জন্য এই ট্রেনটি ঈদের আগেই যেন চালু করা হয় আমরা এই দাবি জানাচ্ছি।

এছাড়াও মানববন্ধন ও রেল অবরোধ কর্মসূচিতে বক্তব্য রাখেন, মোহনগঞ্জ উপজেলা জামায়াতের আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজ, মোহনগঞ্জ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আল মুজাহিদ, উপজেলা জামায়াতের নায়েবে আমির এটিএম হামিদ উল্লাহ তালুকদার, উপজেলা প্রেসক্লাব সেক্রেটারি কামরুল ইসলাম রতন, উপজেলা ছাত্রদল সভাপতি জামিউল ইসলাম রাকিব, পৌর বিএনপির নেতা খালেদ হাসান তুহিন, উপজেলা ছাত্রশিবির সভাপতি মো. ফারাবি রায়হানসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট