ইয়ান ফ্রাইলিংকের ক্যাচ ছেড়ে দলের হতাশা বাড়িয়েছিলেন মেহরান খান। শেষ ওভারের আগের ওভারে বিলাল খানের বলে ছয়টা আরও হতাশ করেছিল ওমানকে। মেহরান খান তবু শেষ ওভারে শুরুটা করেছিলেন দারুণ। প্রথম তিন বলের মাঝেই তুলে নিয়েছেন দুই উইকেট। শেষ বলে দরকার ছিল ২ রান। ব্যাটার ডেভিড উইসা নামিবিয়ান ক্রিকেটের সবচেয়ে বড় তারকা। টি-টোয়েন্টি ক্রিকেটের অভিজ্ঞও তিনি। শেষ বলে ব্যাটে বলে করা হয়নি। ১ রান নিয়েই থামলেন। ম্যাচ গেল সুপার ওভারে।
তবে ম্যাচটা শেষ হতে পারত আরো আগেই। ওমানের ফিল্ডাররা ১০৯ রান ডিফেন্ড করতে গিয়ে একে একে ছাড়লেন ৩টি ক্যাচ। লো-স্কোরিং এই ম্যাচটাকে সেটাই নিয়ে গেল শেষ বল পর্যন্ত। নামিবিয়াও ছোট টার্গেটে সাবধানী ব্যাট করতে গিয়ে খরচ করেছে অনেকটুকু সময়। ২০ ওভারের ম্যাচে লো-স্কোতবে ম্যাচটা শেষ হতে পারত আরো আগেই। ওমানের ফিল্ডাররা ১০৯ রান ডিফেন্ড করতে গিয়ে একে একে ছাড়লেন ৩টি ক্যাচ। লো-স্কোরিং এই ম্যাচটাকে সেটাই নিয়ে গেল শেষ বল পর্যন্ত। নামিবিয়াও ছোট টার্গেটে সাবধানী ব্যাট করতে গিয়ে খরচ করেছে অনেকটুকু সময়। ২০ ওভারের ম্যাচে লো-স্কোরিং এই ম্যাচটাও তাই হয়ে থাকল মনে রাখার মতোই। রিং এই ম্যাচটাও তাই হয়ে থাকল মনে রাখার মতোই।