1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সুখী দেশের তালিকায় শীর্ষে ফিনল্যান্ড, বাংলাদেশের অবনতি - NEWSTVBANGLA
শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০১:১৬ অপরাহ্ন

সুখী দেশের তালিকায় শীর্ষে ফিনল্যান্ড, বাংলাদেশের অবনতি

প্রতিনিধি

ফাইল ছবি
‘বৈশ্বিক সুখী প্রতিবেদন ২০২৫’- তালিকার ১৪৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৪ তম। গত বছর ১৪৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১২৯তম। এতে দেখা যাচ্ছে, গেল বছরের তুলনায় এ তালিকায় বাংলাদেশের পাঁচ ধাপ অবনতি হয়েছে।

‘বৈশ্বিক সুখী প্রতিবেদন’ আজ বৃহস্পতিবার (২০ মার্চ) প্রকাশ করা হয়েছে। প্রতি বছরের ২০ মার্চই এ প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে দেখা যাচ্ছে বাংলাদেশের নিচে মাত্র ১৩টি দেশ রয়েছে। যেগুলো বাংলাদেশের মানুষের চেয়ে কম সুখী।

অপরদিকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের পেছনে শুধু রয়েছে আফগানিস্তান। এই অঞ্চলে সবচেয়ে সুখী দেশ হলো নেপাল। এরপর যথাক্রমে রয়েছে— পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কা।

গ্যালাপ, অক্সফোর্ডের ওয়েলবিয়িং রিসার্চ সেন্টার, জাতিসংঘের সাসটেনেবেল ডেভেলপমেন্ট সলিউসন্স নেটওয়ার্ক এবং একটি সম্পাদকীয় বোর্ড ১৪০টিরও বেশি দেশ ও দেশগুলোর মানুষের সম্পর্কে তথ্য সংগ্রহ করে সেগুলোর ওপর ভিত্তি করে এই ‘সুখী দেশের তালিকা’ তৈরি করে।

অন্যান্যবারের মতো এবারও বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় জায়গা করে নিয়েছে ফিনল্যান্ড। এরপর সেরা দশে যথাক্রমে রয়েছে— ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নেদারল্যান্ডস, কোস্টারিকা, নরওয়ে, ইসরায়েল, লুক্সেমবার্গ এবং মেক্সিকো। এরমধ্যে কোস্টারিকা এবারই প্রথম সেরা ১০টি দেশের মধ্যে জায়গা করে নিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট