সিরিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলের দারা প্রদেশে ইসরায়েলি বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। সিরিয়া থেকে ইসরায়েলে হামলার প্রতিশোধে মঙ্গলবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দারায় ওই হামলা চালানোর দাবি করেছে।
গোলান মালভূমির কাছে বাফার জোনে জাতিসংঘের টহলের পাশে সহিংসতার পর মধ্য-সিরিয়ায় ইসরায়েলি বাহিনী বোমা হামলা চালিয়েছে। ইসলামপন্থী গোষ্ঠী হায়াত তাহরির-আল-শাম (এইচটিএস) নেতৃত্বাধীন বাহিনীর আন্দোলনের মুখে সিরিয়ার স্বৈরশাসক বাশার আল-আসাদের পতনের থেকে দেশটির সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ইসরায়েল।
দারা প্রদেশের কর্তৃপক্ষ টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলেছে, প্রদেশের কুয়াইয়া শহরে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় প্রাথমিকভাবে পাঁচজনের প্রাণহানির তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বিবৃতিতে বলা হয়েছে, দারা নগরীর পশ্চিমের কুয়াইয়া শহরের বাসিন্দারা ইসরায়েলি ট্যাঙ্কের গোলা থেকে বাঁচতে বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন। যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, ইসরায়েলি সামরিক বাহিনীর একটি ইউনিট কুয়াইয়া শহরে প্রবেশ করেছিল। সেখানে তাদের হামলা প্রতিরোধের চেষ্টা করা বাসিন্দাদের ওপর কামানের ভারী গোলা বর্ষণ করা হয়েছে।
এক বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে গুলি চালানো কয়েকজন সন্ত্রাসীকে শনাক্ত করেছে। পরে তাদের ওপর গোলাবর্ষণ করা হয়েছে। তবে এই হামলার বিষয়ে বিস্তারিত আরও কোনও তথ্য দেয়নি ইসরায়েল বাহিনী।