সাতক্ষীরার তালা উপজেলায় ৩৫ জন সাংবাদিক বহনকারী একটি কোস্টার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেছে। রোববার (১৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মির্জাপুর বাজারসংলগ্ন ইসলাম কাঠির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। তবে সৌভাগ্যবশত বড় ধরনের কোনো প্রাণহানি ঘটেনি। তাৎক্ষণিকভাবে সবার নাম ও পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার শিকার এক সাংবাদিক সামাজিক মাধ্যমে লিখেছেন, ঘাড়ে আঘাত পেয়েছি, কথা বলতে কষ্ট হচ্ছে। কয়েকজন শরীরের ওপর পড়ে যাওয়ায় প্রচণ্ড ব্যথা অনুভব করছি। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, মনে হচ্ছে মৃত্যু কাছ থেকে ফিরে এলাম।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সাম্প্রতিক বৃষ্টির কারণে সড়কটি পিচ্ছল হয়ে পড়েছে। পর্যাপ্ত পাথর না থাকায় প্রায়ই এখানে দুর্ঘটনা ঘটে। চালকরাও বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।
মির্জাপুর বাজারের এক দোকানদার বলেন, এ রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। গত মাসেও একটি মালবাহী ট্রাক উল্টে গিয়েছিল। দ্রুত সংস্কার প্রয়োজন।
জানা গেছে, সাতক্ষীরায় একটি সংবাদ সম্মেলন শেষে ঢাকায় ফিরছিলেন সাংবাদিকরা। পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি খাদে পড়ে যায়।
এ বিষয়ে পাটকেলঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনউদ্দিন জানান, বাসটি রাস্তার পাশে পড়ে গেছে, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
তালা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সূত্রে জানা গেছে, খবর পেয়ে বিকাল সাড়ে পাঁচটার দিকে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিস্তারিত তথ্য এখনও সংগ্রহ করা হচ্ছে।