রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫১ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
আটকের সময় তাদের হেফাজত থেকে ৭৬ গ্রাম ৩০ পুরিয়া হেরোইন, ০৯ বোতল ফেন্সিডিল, ১৮৬৮০ পিস ইয়াবা, ১০ লি. দেশি মদ, ২৫ টি নেশাজাতীয় ইনজেকশন ও ২৭ কেজি ৭১৮ গ্রাম গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ০৭ ফেব্রুয়ারি ২০২৩ (মঙ্গলবার) সকাল ছয়টা থেকে আজ ০৮ ফেব্রুয়ারি ২০২৩ (বুধবার) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬ টি মামলা রুজু হয়েছে।