1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মুরগি চুরি করতে গিয়ে তাহমিনার প্রেমে জয়নাল - NEWSTVBANGLA
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৩:২৯ অপরাহ্ন

মুরগি চুরি করতে গিয়ে তাহমিনার প্রেমে জয়নাল

বিনোদন ডেস্ক :

উৎসব মানেই ডজন ডজন নাটক নিয়ে হাজির হন পর্দার জনপ্রিয় দুই তারকা নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। আসছে ঈদকে সামনে রেখে বেশ কয়েকটি নাটকে জুটি বেঁধে কাজ করছেন তারা; যার কয়েকটির কাজ ইতোমধ্যে শেষ।

এরই মধ্যে একটি নাটক ‘সামার ভ্যাকেশন’। প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে নির্মিত নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ হাসান রানা। চিত্রনাট্য করেছেন অর্ক মোস্তফা।

নাটকটি মূলত কিছুটা কমিডি ঘরানার। গল্পে অজপাড়া গাঁ-এর সুন্দর একটি গল্প চিত্রায়িত হয়েছে। যেখানে দেখা যাবে তেমনই এক গ্রামের মেয়ে তাহমিনাকে। গ্রাজুয়েশন করা মেধাবী ও লক্ষী এই মেয়েকে নিয়ে রয়েছে নানা গুজব। যেমন- যথা সময়ে বিয়ে না করায় গ্রামে তাকে সবাই আইবুড়ো মেয়েই বলে। বিয়ে না করায় তাহমিনার ওপর জ্বীনের আছর আছে বলেও ছড়ানো হয়। কিন্তু এসবের বাইরে তাহমিনার বড় একটা পরিচয় আছে। যে পরিচয় কেউ জানে না।

অন্যদিকে নাটকের আরও এক চরিত্র জয়নাল। যে মূলত উড়নচণ্ডী স্বভাবের ছেলে। সারাদিন বন্ধুদের সাথে ঘুড়ে বেড়ায়, বাবার টাকা ওড়ায়। বাবা সরকারি চাকরিজীবী, ঘুষ ও দুর্নীতির টাকায় বাড়ি-গাড়ি করেছেন।
জয়নাল গরমের ছুটি কাটাতে যায় মামা বাড়িতে অজপাড়া গাঁ-এর ফিল নিতে। এখানে এসে মামাতো ভাইদের সঙ্গে গভীর রাতে পিকনিক করার জন্য এর ওর বাড়িতে মুরগি চুরি করে।

তাহমিনাদের বাড়িতে চুড়ি করতে গিয়েই দেখতে পায় তাহমিনাকে এবং প্রেমে পড়ে যায় তার। ঘটতে থাকে নানা নাটকীয় ঘটনা। যে নাটকীয়তায় সুন্দর সমাপ্তি আছে; সামাজিক মূল্যবোধের বার্তাও থাকছে।
নিলয় হিমি ছাড়াও নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাবরিনা রনি,জুলফিকার চঞ্চল, ইমরান আজান, আশরাফুল ইসলাম বাবু, মোহিত তমালসহ অনেকেই। ‘সামার ভ্যাকেশন’ নাটকটি ভার্সেটাইল মিডিয়ার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ঈদুল ফিতরের আয়োজনে উন্মুক্ত করা হবে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট