মান্দায় শিল্পপতি সোহাগের নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র বিতরণ
নওগাঁ জেলা সেচ্ছাসেবক দলের শিল্পবিষয়ক সম্পাদক কানাডা প্রবাসী শিল্পপতি মো. সাদিকুল ইসলাম সোহাগের নিজস্ব অর্থায়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রয়াত সাবেক সংসদ সদস্য শামসুল আলম প্রামানিকের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তাঁর আত্মার মাগফিরাত কামনায় মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রায় শতাধিক গরীব,অসহায় ও দুস্থদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার সদলপুর (গোয়ালপাড়া) মোড়ে উপজেলা কৃষকদল কর্তৃক আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩ নং পরানপুর ইউনিয়ন কৃষকদলের আহবায়ক সিদ্দিকুর রহমান।
এসময় কুসুম্বা ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক অহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মান্দা উপজেলা কৃষকদলের সদস্য সচিব এজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মান্দা উপজেলা কৃষকদলের যুগ্ম-আহবায়ক সোহরাব হোসেন,সাইদুর রহমান, ৩ নং পরানপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য আতাউর রহমান এবং মান্দা উপজেলা ছাত্রদলের সাবেক সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মিজানুর রহমান প্রমূখ।
এসময় কুসুম্বা ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতি নজরুল ইসলাম ,সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান, কুসুম্বা ইউনিয়ন বিএনপি’র ৮নং ওয়ার্ড সহ-সভাপতি হামিদ সরকার,জিয়া সাইবার ফোর্স নওগাঁ জেলা শাখা’র সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহ্,পরানপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মিনহাজুল ইসলাম,উত্তরা বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক জয়নাল আবেদীন এবং সদস্য রকিসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।