নওগাঁর মহাদেবপুরে জমি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে । ঘটনাটি ঘটেছে মান্দা ও মহাদেবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা কাঞ্চন স্লুইস গেইট এলাকায়। এ ঘটনায় স্থানীয় প্রশাসন এবং রাজনৈতিক ব্যাক্তি বর্গের শরনাপন্ন হয়েও কোন ফল পাচ্ছেন তারা। এছাড়াও প্রতিপক্ষের লোকজনের অব্যাহত হুমকির কারণে জীবনের নিরাপত্ত্বাহীনতায় ভূগছেন ভূক্তভোগী পরিবারের লোকজন। এর থেকে পরিত্রাণ পেতে সকলের সহযোগীতা কামনা করেছেন তারা।
গণেশপুর গ্রামের মৃত দেওয়ান আবুল কাসেমের ছেলে ও সতীহাট জি.এস বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ভূক্তভোগী দেওয়ান সাখাওয়াত হোসেন বিদ্যুৎ বলেন, পার্শ্ববর্তী বিনোদপুর মৌজায় কবলামূলে প্রাপ্ত ২৮ শতক জমি নিয়ে বিনোদপুর গ্রামের কাসেম প্রামানিক,হায়াত এবং মামুন গংদের সঙ্গে তাদের বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে ওই বিবাদমান সম্পত্তিতে চাষকৃত মাশকালাই তুলে ফেলাসহ বেশকিছু কদমগাছ লাগিয়ে দখলে নেওয়ার চেষ্টা করে প্রতিপক্ষের লোকজন। বিষয়টি জানতে পেরে ৯৯৯ ফোন দিয়ে মান্দা এবং মহাদেবপুর থানা পুলিশের সহযোগীতা চান তিনি।
এরপর তাৎক্ষণিকভাবে উভয় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এর আগেও ওই বিবাদমান জমিতে রোপিত বিভিন্ন প্রজাতির প্রায় ২২ টি আম গাছ কর্তন করেন প্রতিপক্ষের লোকজন। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করা হয়েছে বলে দাবি করেন তিনি। এসব বিষয় নিয়ে একাধিক দপ্তরে অভিযোগ দায়ের করার পরেও কোন প্রতিকার পাননি তারা।
এ বিষয়ে প্রতিপক্ষের হাসান আলীর ছেলে ইমরান হোসেন বলেন, বিবাদমান জমিতে আমাদের অংশ আছে। অথচ, একাধিকবার বলার পরেও তারা জমিগুলো আমাদেরকে বের করে দেয় না। এজন্য জমিটি দখলে নিতে আমরা গাছগুলো লাগিয়েছি।
এ ব্যাপারে মহাদেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রিমন দত্ত বলেন, ৯৯৯ ফোন পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।