গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া রেমালের প্রভাব পড়েছে বঙ্গোপসাগর তীরবর্তী বাংলাদেশ ও ভারতের কিছু অঞ্চলে। এমন অবস্থায় ক্রিকেট ভক্তদের মনেও এ নিয়ে জিজ্ঞাসু মনোভাব তৈরি হয়েছে। কারণ আজ (রোববার) রাতে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএলের সপ্তদশ আসরের ফাইনাল। তার আগেরদিন গতকাল (শনিবার) বৃষ্টিতে পণ্ড হয়ে গেছে কলকাতা নাইট রাইডার্সের অনুশীলন। আজকের আবহাওয়া কেমন থাকবে, সেটিও জেনে নেওয়া যাক।
এর আগে শনিবার কলকাতা তিনঘণ্টার জন্য অনুশীলন করার পরিকল্পনা করলেও শেষ পর্যন্ত বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। ভারতীয় ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো বলছে, গতকাল বিকেল পৌনে ৬টার দিকে বৃষ্টির কারণে শ্রেয়াস আইয়ারের দলটির নির্ধারিত অনুশীলন বাতিল হয়ে যায়। একঘণ্টারও বেশি সময় বৃষ্টি হয়েছে ফাইনালের ভেন্যু চেন্নাইয়ে। অন্যদিকে, আগেরদিনই কোয়ালিফায়ার ম্যাচ খেলা হায়দরাবাদ আগেই জানিয়েছিল যে, তারা এদিন অনুশীলন করবে না।