ডরাজধানীর পল্টন মডেল থানা এলাকা থেকে মানসিক প্রতিবন্ধী মোঃ সিফাত নামের একজন ছেলে হারিয়ে গেছে। তার বয়স ১৬ বছর। সে কথা বলতে পারেনা। তার বাবার নাম- মোঃ সিহাব উদ্দিন। বর্তমান ঠিকানা-সাং-বক্তাবলী, থানা-ফতুল্লা, নারায়ণগঞ্জ। ছেলেটির উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং ফর্সা, মুখমন্ডল লম্বাটে। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিলো কালো রঙের টি শার্ট ও প্যান্ট।
জিডি সূত্রে জানা যায়, গত ৩ জানুয়ারি সিহাব উদ্দিন, তার স্ত্রী ও দুই ছেলেসহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছিলেন। গুলিস্তানের বঙ্গবন্ধু স্কয়ার হতে গোলাপ শাহ মাজারে যাওয়ার পথে সিফাত হঠাৎ তার মায়ের হাত থেকে ছুটে দৌড়ে ভিড়ের মধ্যে হারিয়ে যায়। এরপর সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে না পেয়ে নিখোঁজ সিফাতের বাবা গত ৪ ফেব্রুয়ারি পল্টন মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং-২০০।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত ছেলেটির সন্ধান জেনে থাকলে পল্টন মডেল থানার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোঃ বাবলুর রহমান (০১৭৩৪-৩৩৭৩৭১), ডিউটি অফিসার (০১৩২০-০৪০১৩৯) বা অফিসার ইনচার্জ (০১৩২০-০৪০১৩২) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।