1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ছাত্র-জনতার গণঅভ্যুত্থান নিয়ে কানাডায় আলোচনা সভা - NEWSTVBANGLA
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৪:২৪ অপরাহ্ন

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান নিয়ে কানাডায় আলোচনা সভা

প্রতিনিধি

কানাডার টরন্টোতে ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থান : প্রবাসী জনগণের প্রত্যাশা এবং করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ (পিডিআই) কানাডা এ আয়োজন করে।

পিডিআই সভাপতি আজফর সৈয়দ ফেরদৌসের সভাপতিত্বে মনির জামান রাজুর সঞ্চালনায় শহরের ছাত্র ও নাগরিকরা অংশ নেন। সভায় ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন- নুসাইবা নাওয়ার, সৃজনী রহমান, সুকন্যা চৌধুরী, নেইথেন হাসান ও শাদমান হাবিব। তারা কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়েন।

নাগরিকদের মধ্যে বক্তব্য রাখেন- বিদ্যুৎ রঞ্জন দে, নাসির উদ দুজা, সোলায়মান তালুত রবিন, ইমামুল হক, ভিক্টর গোমেজ, আরিফ মোরশেদ, মিনারা বেগম, কামরান করিম, ড. জান্নাতুল ফেরদৌস, আহমদ হোসেন, প্রমুখ।

সভায় কানাডায় শিক্ষারত বাংলাদেশি ছাত্ররা, কানাডায় বড় হওয়া বাঙালি তরুণ প্রজন্মের প্রতিনিধিরা ‘কেমন বাংলাদেশ চান’ তা নিয়ে আলোচনা করেন। প্রবাসী বিশিষ্ট নাগরিকরা আলোচনা করেন তাদের প্রত্যাশা, করণীয় এবং প্রবাসীদের অধিকার নিয়ে।

সভায় আলোচনায় নিম্নলিখিত দাবিসমূহ উত্থাপিত হয়।

১। জুলাই-আগস্টের আন্দোলনে শহীদ এবং আহতদের তালিকা এবং শহীদ পরিবারের পুনর্বাসন, আহতদের চিকিৎসা, ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।

২। শতশত ছাত্র জনতার হত্যার বিচার, ঢালাওভাবে মামলা না করে সুনির্দিষ্ট মামলা এবং নিশ্চিত করতে হবে।

৩। রাষ্ট্রীয় সব নীতিতে বৈষম্যহীন নীতি গ্রহণ করতে হবে। ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠীর মধ্যে রাষ্ট্রীয় বৈষম্য বন্ধ করতে হবে।

৪। দেশ থেকে পাচারকৃত সব অর্থ ফেরত আনার ব্যবস্থা করতে হবে। সব পর্যায়ে দুর্নীতি রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

৫। দেশপ্রেম এবং আত্মমর্যাদার নীতিতে ভারত, চীন, আমেরিকা সব দেশের সঙ্গে দেশের পররাষ্ট্র নীতি ঢেলে সাজাতে হবে।

৬। যৌক্তিক সময়ে আবাধ, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন এবং নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তেরর পরিকল্পনা ঘোষণা করতে হবে।

প্রবাসীদের অধিকার ও দাবি

১। বিশ্বের সব প্রবাসী বাংলাদেশিদের আগামী নির্বাচনেই ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে।

২। দেশ থেকে প্রবাসে যাওয়া বা ফেরত আসার সময় সব ধরনের হয়রানি এবং বৈষময়মূলক আচরণ বন্ধ হরতে হবে।

৩। বিদেশের সব মিশনে নাগরিকদের সঙ্গে সম্মানজনক এবং পেশাদারী আচরণ নিশ্চিত করতে হবে।

৪। কুটনৈতিক মিশনের সদস্যদেরকে প্রবাসের রাজনৈতিক সভা এড়িয়ে চলতে হবে

৫। কূটনৈতিক মিশন থেকে কোনোকম হয়রানি ছাড়া সেবা দিতে হবে

৬। কূটনৈতিক মিশন থেকে জাতীয় পরিচয় পত্র, পাসপোর্ট তৈরি, নবায়ণ, ভিসা প্রক্রিয়া সহজ করে প্রদানের ব্যবস্থা করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট