গাজীপুরে বসতঘর থেকে নারী শ্রমিকের মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
গাজীপুরের শ্রীপুরে একটি বসতবাড়ি থেকে এক নারী গার্মেন্টস শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন। স্ত্রীকে হত্যার পর স্বামী পালিয়েছে, এমনটাই ধারণা করছে পুলিশ।
বুধবার (২১ মে) সকাল ১০টার দিকে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের শেখ বাড়ি মসজিদ এলাকার জয়নাল আবেদীনের ভাড়া বাড়ি একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মোছা. আকলিমা আক্তার (৩০) ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার ইমুরিয়া গ্রামের আদনান ইসলামের স্ত্রী। আদনান ইসলাম (৩৫) মুক্তাগাছা মন্ডলসেন গ্রামের এশার আলী’র ছেলে। আদনান স্ত্রী আকলিমাকে নিয়ে শ্রীপুরের আবদার এলাকায় ভাড়া থাকত। দুজনই স্থানীয় কারখানায় কাজ করতেন।
পুলিশ, প্রতিবেশী ও বাড়ির মালিক জানান, বুধবার সকালে নিহত আকলিমার ঘর থেকে তার শিশু বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়। পরে বাড়ির অন্য ভাড়াটিয়া দরজা খোলা দেখতে পেয়ে বাইরে থেকে ডাকাডাকি করেন। দীর্ঘ সময় ডাকাডাকি করার পরও আকলিমার কোনো সাড়া শব্দ না পেয়ে বিষয়টি বাড়ির মালিক জয়নাল আবেদীনকে জানান। পরে তিনি এসে দরজা খুলে ঘরের মেঝেতে আকলিমার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত নারীর স্বামীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে কোনো বিরোধে স্ত্রীকে হত্যার পর স্বামী পালিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।