সদ্যসমাপ্ত খুলনা সিটি করপোরেশন নির্বাচনে শতভাগ ‘লেভেল প্লেইং ফিল্ড’ ছিল, তা বলা ঠিক হবে না মন্তব্য করেছেন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ব্যবস্থাপনা সম্পাদক আশিষ সৈকত।
দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে শুরু হওয়া ‘খুলনা টু গাজীপুর, কতদূর’ শীর্ষক বৈঠকিতে তিনি এ মন্তব্য করেন।
আশিষ সৈকত বলেন, ‘খুলনার ভোট আসলে গ্রহণযোগ্য ভোট হয়েছে। উৎসবমুখর ছিল, এটা ঠিক; তারপরও বিছিন্ন কিছু ঘটনা ছিল, এটাও ঠিক। কিন্তু খুব বড় ধরনের কিছু হয়নি। তবে ভয়ভীতির একটি পরিস্থিতি ছিল। ফলে শতভাগ ‘লেভেল প্লেইং ফিল্ড’ ছিল তা বলা ঠিক হবে না। তবে বিএনপি ও আওয়ামী লীগের পক্ষ-বিপক্ষে অভিযোগ ছিল।’
তিনি বলেন, ‘এই নির্বাচনে খুব ভালো ভোটার সংখ্যা ছিল, তা আমি মানতে রাজি নই। কারণ, স্থানীয় সরকার নির্বাচনে ৬০ শতাংশ ভোটার আসা তুলনামূলকভাবে কমই বলা যায়।’
বৃহস্পতিবার (১৭ মে) বিকাল সাড়ে ৪টা থেকে শুরু হওয়া বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে এ বৈঠকি।