1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ওয়ানডেতে অভিষেকের জন্য কতটা প্রস্তুত জাকের? - NEWSTVBANGLA
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় রাতে বজ্রসহ বৃষ্টি হতে পারে জুলাই বিপ্লব নতুনভাবে দেশ গঠনের সুযোগ করে দিয়েছে খালেদা জিয়াকে বাদ দিয়ে দেশের ইতিহাস লেখা যাবে না : চসিক মেয়র ‘হঠাৎ বিকট শব্দ, দৌড়ে গিয়ে দেখি বাড়ির ভেতরে আগুন আর কান্নাকাটি’ পরিবেশ দূষণমুক্ত চাইলে দূষণকারী শিল্পকারখানা বন্ধ করার আহ্বান না ফেরার দেশে নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন মাহিন সরকারের বিরুদ্ধে ৭.৫ কোটি টাকার ভুয়া গল্প, আসলেই কি ঘটেছে বেলকুচিতে রাতের মধ্যে যেসব এলাকায় ঝড় হতে পারে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামায় জাবি ছাত্রলীগের সাবেক সভাপতি ললিপপ জনি কেরানীগঞ্জে এসি বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন হাসপাতালে

ওয়ানডেতে অভিষেকের জন্য কতটা প্রস্তুত জাকের?

প্রতিনিধি

হুটহাট অভিষেকের ঘটনা বাংলাদেশ ক্রিকেটের আদি প্রচলন। বিশ্ব ক্রিকেটের বড় দেশগুলো যেখানে ঘরোয়া ক্রিকেটের কয়েক আসরের পারফরম্যান্স বিবেচনায় নিয়ে ক্রিকেটারদের দলে টানে, সেখানে বাংলাদেশে এসব প্রক্রিয়ার বালাই নেই।

বরং বিপিএলের কয়েক ম্যাচের ঝলক কিংবা ঘরোয়ার এক আসরের রান দেখেই দলে নিয়ে আসা হয়। বিশেষ কোন বাছ-বিচার ছাড়াই যে কোনো দলের বিপক্ষে অভিষেক করিয়ে দেওয়া হয়। তাতে অভিষিক্ত খেলোয়াড় প্রত্যাশিত ফলাফল না আনতে পারলে তাকে ছুঁড়ে দিতে বেশি দেরিও করে না বিসিবি।

তবে এ ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম ছিলেন ওয়ানডে দলে সর্বশেষ অভিষিক্ত খেলোয়াড় রিশাদ হোসেন। দলের সাথে দীর্ঘদিন থেকেছেন, প্র্যাকটিচ ম্যাচে খেলেছেন, তারপর ডাক পেয়েছেন। বাংলাদেশ ওয়ানডে দলের ১৪৮তম খেলোয়াড় হিসেবে নিউজিল্যান্ডের সঙ্গে অভিষেক হয় রিশাদের। তবে রিশাদের পর এবার ওয়ানডে দলের একাদশের সুযোগ পেতে যাচ্ছেন উইকেটকিপার ব্যাটার জাকের আলি অনিক।

আফগানিস্তান সিরিজের প্রথম ম্যাচে কিপিং করতে গিয়ে হাতে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। তাতে চলমান সিরিজ তো বটে, ক্যারিবীয় সফরের টেস্ট সিরিজও শেষ হয়ে গেছে উইকেটকিপার এই ব্যাটারের। তবে মুশফিকের সর্বনাশে পৌষ মাস জাকিরের। সব ঠিক থাকলে আজকের ম্যাচে উইকেটের পেছনে দেখা যাবে তাকে। বাংলাদেশ ক্রিকেটের আদি প্রচলনের ধারা বজায় রেখেই আজ অভিষেকের ক্যাপ মাথায় পরবেন এ উইকেটকিপার ব্যাটার।

জাকের ‘লিস্ট এ’ ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯৩টি ম্যাচ খেলেছেন। তাতে ব্যাট হাতে ৭৮ ইনিংসে ৩৫ দশমিক ৭৫ গড়ে এবং ৭৭ দশমিক ০৬ স্ট্রাইক রেটে জাকির করেছেন ২১৮১ রান। লিস্ট এ ক্যারিয়ারে এ ব্যাটারের ১২টি অর্ধশতকের পাশাপাশি রয়েছে দুটি সেঞ্চুরি হাঁকানো ইনিংস। যেখানে ব্যক্তিগত সর্বোচ্চ ১০৯ রান।

গ্লাভস হাতে মন্দ নন এ উইকেটকিপার। সমান ম্যাচে ৮৪ ক্যাচ এবং ২০টি স্টাম্পিংয়ের অর্জন রয়েছে তার দখলে। তবে গত ২৬ আগস্ট পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে খেলা সবশেষ লিস্ট এ মর্যাদার ম্যাচে জাকিরের ব্যাট থেকে এসেছিল মাত্র ৫ রান।

রান খরায় লম্বা সময় ধরে ভুগছেন জাকের আলি। চলতি বছরের মার্চে টি-টোয়েন্টি দলে অভিষেক হয়েছিল। শুরুতে দলে না থাকলেও বোলার আলিস আল ইসলামের ইনজুরিতে কপাল খুলে যায় তার। তাতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে জায়গা পেয়ে ৩৪ বলে ৬৮ রানের ঝড়ো ইনিংস খেলেন এ ক্রিকেটার। তবে অভিষেক ম্যাচে ঝলক দেখানো জাকির যেন ওখানেই শেষ। পরবর্তীতে আরও ১৩ ইনিংস খেললেও জাকিরের ব্যাট ছিলো নিষ্প্রভ। দেখা মেলেনি কোনো ফিফটির। উল্টো গড়, স্ট্রাইক রেট নেমেছে প্রত্যাশার তলানিতে।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ বাঁচাতে বিকেলে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ব্যাটারদের অবিশ্বাস্য ব্যর্থতায় এ ম্যাচে যোগ হবে বাড়তি চাপ। তাছাড়া সিরিজ বাঁচাতেও আলাদা দায়িত্ব নিতে হবে ব্যাটারদের। ব্যাটিং স্তম্ভ বলা মুশফিকের পরিবর্তে এ ম্যাচে জাকের আলির জায়গা পাওয়া অবধারিত।

তবে চাপের ম্যাচে একজন ক্রিকেটারকে হুট করে অভিষেক করিয়ে মিডল অর্ডারের দায়িত্ব সামলাতে দেওয়া কতটা সুফল বয়ে আনবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। একইসঙ্গে এই অভিষিক্ত ক্রিকেটার ব্যর্থ হলে পরবর্তীতে কতটা সুযোগ পাবেন তা নিয়েও সংশয় থাকছে। এছাড়া ফর্মহীনতায় জাকের আলি যেভাবে নিজের ছায়া মাড়াচ্ছেন, তাতে লড়াইয়ের মঞ্চে আত্মবিশ্বাসের পারদ কতটুকু ধরে রাখতে পারবেন সেটাও দেখার বিষয়।

টি-টোয়েন্টি দলে জাকের আলির সুযোগ না পাওয়া নিয়ে গত বিপিএলে আক্ষেপ করেছিলে জাতীয় দলে সম্প্রতি নিয়োগ পাওয়া সিনিয়র সহকারী কোচ সালাহউদ্দিন। পরবর্তীতে আলিস ইসলামের ইনজুরিতে টি-টোয়েন্টি দলে সুযোগ পান। বিতর্ক ঠেলে মিরপুরে সাকিবের টেস্ট ম্যাচ খেলতে না পারার কারণে সম্প্রতি টেস্ট দলেও অভিষেক হয় তার।

এবার মুশফিকের ইনজুরিতে ওয়ানডেতে সুযোগ পেতে যাচ্ছেন ২৬ বছর বয়সী এই উইকেটকিপার ব্যাটার। অভিষেক হওয়া বাকি দুই সংস্করণের প্রথম ম্যাচে আলো কেড়েছিলেন জাকের আলি। এবার দেখার পালা ওয়ানডের অভিষেক ম্যাচে দলের জন্য আশার প্রদীপ হয়ে তিনি কতটা আলো জ্বালাতে পারেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট