1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
উন্মোচন করা হলো বিপিএলের মাসকট ‘ডানা ৩৬’ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৪ অপরাহ্ন

উন্মোচন করা হলো বিপিএলের মাসকট ‘ডানা ৩৬’

প্রতিনিধি

দেখতে দেখতেই এখন পর্যন্ত দশটি আসর শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের ১১তম আসর। বিসিবির সভাপতি হওয়ার পরেই ফারুক আহমেদ জানিয়েছিলেন, এবার নতুন আঙ্গিকে হবে বিপিএল। তারই ধারাবাহিকতায় প্রথমবারের মতো বিপিএলের জন্য উন্মোচিত হয়েছে মাসকট।

সম্প্রতি ছাত্র-নাগরিক অভ্যুত্থানে দেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। গণ মানুষের এই সংগ্রামকে স্বরণ করে বিপিএলের মাসকট ডিজাইন করা হয়েছে, যার নাম রাখা হয়েছে ডানা ৩৬।

শান্তির প্রতীক হিসেবে মাসকটে দেখা যাবে একটি সুসজ্জিত পায়রাকে। বিপিএলের মাসকটটিকে স্বাধীনতা এবং ক্রীড়া চেতনার স্থিতিস্থাপকতার প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে।

ডানা বিস্তৃত, আত্মবিশ্বাসী, আনন্দদায়ক হাসিতে পায়রাটি গ্রাফিতি শিল্পে সজ্জিত একটি ক্রিকেট ব্যাট ধরে আছে। এর পালকের রঙিন গ্রাফিতি প্যাটার্ন এবং ব্যাট আমাদের স্বাধীনতা, ইতিবাচক শক্তি এবং সাংস্কৃতিক গর্বের থিম উপস্থাপন করে।

এই পায়রার মাসকটটিকে স্বাধীনতার চেতনার সাথে মেলবন্ধন ঘটানোর জন্য ডিজাইন করা হয়েছে, যা খেলাধুলার একটি অপরিহার্য অংশ এবং ক্রিকেট সংস্কৃতিরও একটি মূল প্রতিপাদ্য বিষয়। পায়রাকে শান্তি এবং স্থিতিস্থাপকতার প্রতীক হিসেবে দেখা হয়, যা একটি জাতির শক্তি এবং ঐক্যকে প্রতিফলিত করে।

এর আগে মঙ্গলবার (১২ নভেম্বর) বিপিএল শুরুর ৪৮দিন আগে সূচি ঘোষণা করে বিসিবি। সভাপতি ফারুক আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় টুর্নামেন্টে নতুনত্বের বার্তা দিয়ে উপভোগের ডাক দিয়েছেন। ৩০ নভেম্বর উদ্বোধনী ম্যাচে খেলবে চ্যাম্পিয়ন বরিশাল ও রাজশাহী। ঢাকা, সিলেট ও চট্টগ্রামে ৭ দলের ৪৬ ম্যাচের টুর্নামেন্ট।

ঢাকার প্রথম পর্বে ৮ ম্যাচ। তারপর সিলেটে যাবে ক্রিকেট অ্যাকশন। ৬ থেকে ১৩ জানুয়ারি চায়ের শহরে হবে ১২ ম্যাচ। চট্টগ্রামেও সমান ম্যাচ ১৬ থেকে ২৩ জানুয়ারি। বন্দরনগরী ঘুরে আবার ঢাকায় খেলা ফিরবে ২৬ জানুয়ারি। ৭ ফেব্রুয়ারি হোম ক্রিকেটে ফাইনাল। দিনের প্রথম ম্যাচ দুপুর দেড়টা আর দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে সন্ধ্যা সাড়ে ৬টায়। শুক্রবারের ম্যাচগুলো শুরু হবে আধঘণ্টা পর।

অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে আগেভাগে। বিসিবির ডিজিটাল প্ল্যাটফর্ম প্রস্তুত হবে এ মাসের মধ্যেই। এছাড়া প্রধান উপদেষ্টার পরামর্শে অলিম্পিকের আদলে স্টেডিয়ামে থাকবে জিরো ওয়েস্ট ও বিনামূল্যে খাবার পানির ব্যবস্থা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট