1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হাতির আক্রমণে প্রাণহানি রোধে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : পরিবেশ ও বনমন্ত্রী - NEWSTVBANGLA
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৮:১৩ পূর্বাহ্ন

হাতির আক্রমণে প্রাণহানি রোধে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : পরিবেশ ও বনমন্ত্রী

প্রতিনিধি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার বন্য হাতির আক্রমণে মানুষের মৃত্যু রোধে নিরলসভাবে কাজ করছে। 
তিনি বলেন, মানুষের এ ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু বন্ধ করতেই হবে। এ বিষয়ে সরকারের উদ্যোগের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। কারণ অনেকে অতি উৎসাহী হয়ে বন্য হাতির দলের একেবারে কাছে চলে যাওয়ায় হাতির আক্রমণের শিকার হয়। 
পরিবেশ মন্ত্রী আরো বলেন, এ ধরনের অপ্রত্যাশিত মৃত্যু এড়াতে মানুষকে অপ্রয়োজনে বন্য হাতির কাছে যাওয়া বন্ধ করতে হবে। তাহলে হাতির আক্রমণে মৃত্যুর সংখ্যা অনেকাংশে কমে যাবে। 
শাহাব উদ্দিন আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে মানুষ ও বন্য হাতির দ্বন্ধ নিরসনে করণীয় নির্ধারণের লক্ষ্যে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত এক বিশেষ সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
শাহাব উদ্দিন বন অধিদপ্তরের কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়ে বলেন, এলিফ্যান্ট রেসপন্স টিমের কার্যক্রম আরও সক্রিয় করতে হবে। জনগণকে বন্য হাতির কাছ থেকে দূরে রাখার বিষয়টি তাদের নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, বন্য হাতির গতিবিধি নিয়ন্ত্রণে সোলার ফেন্সিং স্থাপন, সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নসহ প্রয়োজনীয় অন্যান্য সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে। ফসলসহ অন্যান্য ক্ষতি হলে জনগণকে দ্রুততম সময়ে বিধি মোতাবেক ক্ষতিপূরণ দিতে হবে। বন্য হাতির খাদ্য হিসেবে কলাগাছসহ অন্যান্য গাছ রোপণ করতে হবে। 
সভায় মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (পরিবেশ ও উন্নয়ন) সঞ্জয় কুমার ভৌমিক, অতিরিক্ত সচিব (পদূনি) মিজানুর রহমান, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো: শফিকুর রেজা বিশ্বাস, শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার, ময়মনসিংহ ও চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা সহ বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট