সাভারে পাঁচ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে দুর্বৃওরা। আহতদের দ্রæত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। পুলিশ জানায়,তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাতে সাভারের ব্যাংক কলোনী এলাকায় জীবন মোল্ল্যা ও সাব্বিরকে কুপিয়ে জখম করে দুর্বৃওরা।
পরে তাদেরকে দ্রæত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়ায় সাভারের গেন্ডা এলাকায় অটোরিকসা চুরি করার সময় উজ্জল নামের এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেছে স্থানীয়রা। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিক্যালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে সাভারের সিএনবি এলাকায় ইমন হোসেন নামের এক যুবককে পিটিয়ে জখম করে সর্বত্র লুটে নিয়ে গেছে দুর্বৃওরা। এদিকে সাভারের বনগাঁও ইউনিয়নের বেড়াইদ এলাকায় বাবুল নামের এক ব্যক্তিকে পিটিয়ে জখক করেছে দুর্বৃওরা। পরে তাদের দুই জনকেও উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।