রাতে ইউরোপের সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগের মহারণে নামছে রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ড। স্প্যানিশ জায়ান্টদের সামনে ১৫তম শিরোপার হাতছানি, অন্যদিকে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হতে চায় জার্মানির হলুদ শিবির। এ নিয়ে রিয়াল–ডর্টমুন্ড ইউসিএলে ১৫তম বার মুখোমুখি হতে যাচ্ছে। যদিও এর আগে কখনও ফাইনালে দেখা হয়নি তাদের। সবমিলিয়ে পরিসংখ্যান রিয়ালের পক্ষেই কথা বলছে।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে রিয়াল-ডর্টমুন্ডের মহারণ। দুই দলের মুখোমুখি দেখায় পাল্লা ভারি রিয়ালের। চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত তারা ১৪ বার মুখোমুখি হয়েছে। রিয়ালের ৬ জয়ের বিপরীতে ডর্টমুন্ডের জয় ৩টিতে। বাকি ম্যাচগুলো ড্রতে নিষ্পত্তি হয়েছে। ইউসিএলে ডর্টমুন্ডের বিপক্ষে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে রিয়াল, কার্লো আনচেলত্তির শিষ্যরা এর চেয়ে বেশি খেলেছে কেবল বায়ার্ন মিউনিখ (২২) ও জুভেন্তাসের (১৬) এর বিপক্ষে।
আজকের ম্যাচটি রিয়ালের ১৮তম চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। সবশেষ তিন আসরের দুটিতেই তারা ফাইনাল খেলছে, ১১ বছরে ফাইনাল খেলেছে ৬ বার। অন্যদিকে, এর আগে একবারই টুর্নামেন্টটি জিতেছে ডর্টমুন্ড, ২৭ বছর আগে ১৯৯৭ সালে। ২০১৩ সালে সর্বশেষ ফাইনালে খেললেও স্বদেশি ক্লাব বায়ার্নের কাছে ফাইনালে হেরেছে ২-১ গোলে। কাকতালীয়ভাবে সেদিন ম্যাচটা যেখানে হয়েছিল, সেই ওয়েম্বলিতেই আজও নামছে এদিন টারজিকের ডর্টমুন্ড।
রিয়াল–ডর্টমুন্ডের শেষবার ইউসিএলে দেখা হয়েছিল ২০১৭-১৮ মৌসুমে, যেখানে লস ব্লাঙ্কোসদের ব্যাক-টু-ব্যাক জয় এসেছিল। ডর্টমুন্ডে ৩-১ এবং বার্নাব্যুতে ৩-২ গোলে জিতেছিল ক্রিস্টিয়ানো রোনালদো-লুকা মদ্রিচদের দলটি। এর আগে ২০১৬-১৭ মৌসুমে দুদল ২-২ গোলে ড্র করেছিল। ২০১৩-১৪ মৌসুমের কোয়ার্টার ফাইনালে আগের মৌসুমে হারের শোধ নেয় রিয়াল। কারণ এর আগের ২০১২-১৩ মৌসুমে লস ব্লাঙ্কোসরা হেরে বিদায় নিয়েছিল। সেবার গ্রুপপর্বের পর সেমিফাইনালেও দেখা হয়েছিল দল দুটির। গ্রুপপর্বে জার্মানিতে স্বাগতিকদের কাছে রিয়ালের ২-১ ব্যবধানে হার ও স্পেনে ২-২ গোলে ড্র করার পর সেমিফাইনালে মুখোমুখি হয় দু’দল।