জাতীয় দলের জার্সিতে মাহমুদউল্লাহ রিয়াদের অধ্যায় শেষ। সবশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিলেন কেবল একটি ম্যাচ, সেখানেও তিনি বলার মতো কিছু করতে পারেননি। প্রথম ম্যাচে চোটের কারণে ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশে ছিলেন না। দ্বিতীয় ম্যাচে খেলেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে। সেটাই লাল-সবুজের জার্সিতে মাহমুদউল্লাহর শেষ।
পরবর্তীতে জানা যায়– দুবাইয়ে প্রথম দিনের অনুশীলনেই ডান পায়ের মাংসপেশিতে টান পড়েছিল মাহমুদউল্লাহর। ভারতের সঙ্গে ম্যাচ মিস করেছিলেন সে কারণেই। আর পুরাতন সেই চোট থেকে এখনও পুরো সেরে ওঠা হয়নি এই অভিজ্ঞ ক্রিকেটারের।
চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করে দেশে ফিরেই মাহমুদউল্লাহ যোগ দিয়েছিলেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএলে)। নিজের প্রথম ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে গুলশানের বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি। তবে সেই ম্যাচেও মাহমুদউল্লাহ ১০ রান করে আউট হয়ে যান। এরপর থেকে মোহামেডানের কোনো ম্যাচে দেখা যায়নি মাহমুদউল্লাহকে।
খোঁজ নিয়ে জানা গেছে, পুরোনো ইনজুরিতেই ভুগছেন তিনি। সে কারণে অভিজ্ঞ এই অলরাউন্ডার আপাতত বিশ্রামে রয়েছেন। বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র ঢাকা পোস্টকে জানিয়েছে ২৪ মার্চ ডিপিএলের ম্যাচে দেখা যেতে পারে মাহমুদউল্লাহকে। যদি সেদিনও মাঠে নামা সম্ভব না হয়, সেক্ষেত্রে ঈদের পর ডিপিএলে দেখা যাবে তাকে।