1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী মন্টু মন্ডল'কে ৪২বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে র‌্যাব-১০ - NEWSTVBANGLA
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ন

কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী মন্টু মন্ডল’কে ৪২বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে র‌্যাব-১০

নিজস্ব প্রতিনিধি :

কুখ্যাত মাদক সম্রাট যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী মন্টু মন্ডল’কে ৪২ (বিয়াল্লিশ) বোতল ফেন্সিডিলসহ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদকদ্রব্য সরবরাহ ও ছিনতাইকারীসহ ডাকাতির বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। র‌্যাবের এই অভিযানিক কার্যক্রম ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ০১ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক মাঝ রাত ১২:০৫ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানাধীন নারুয়া খেয়াঘাট এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ফরিদপুর জেলার মধুখালী থানার এফআইআর নং-৫৫/১২, তারিখ- ২২ ডিসেম্বর ২০১২; জি আর নং-২৩২/১২, তারিখ- ২২ ডিসেম্বর, ২০১২; সময়- ধারা- ১৯(১) এর ৩(খ) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন); মাদক মামলায় যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত পলাতক আসামী মোঃ মন্টু মন্ডল (৬০), পিতা- মৃত কেসমত আলী মন্ডল ওরফে কিতাব আলী মন্ডল, সাং- জগন্নাথপুর , থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গা’কে ১,২৬,০০০/- (এক লক্ষ ছাব্বিশ হাজার) টাকা মূল্যমানের ৪২ (বিয়াল্লিশ) বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা করে। এসময় তার নিকট থেকে ফেনসিডিল বহনে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল ও একটি মোবাইল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী উল্লেখিত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে। সে মামলা রুজুর পর বিভিন্ন সময় রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল এবং একই সাথে মাদক ব্যবসা করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট