1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. yoyorabby11@gmail.com : Munna Islam : Munna Islam
  3. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইসরাইলী হামলায় ১১ ফিলিস্তিনী নিহত - NEWSTVBANGLA
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:৫৮ পূর্বাহ্ন

ইসরাইলী হামলায় ১১ ফিলিস্তিনী নিহত

প্রতিনিধি

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরাইলী অভিযানে ১১ ফিলিস্তিনী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
অধিকৃত পশ্চিমতীরে ২০০৫ সালের পর এটি সবচেয়ে ভয়াবহ সহিংস ঘটনা।
মন্ত্রণালয় আরো জানিয়েছে, বুধবারে ইসরাইলী এ অভিযানে ৮০ জনেরও বেশি ফিলিস্তিনী আহত হয়েছে।
ইসরাইল এ অভিযানকে ‘সন্ত্রাস-বিরোধী’ হিসেবে বর্ণনা করেছে।
এদিকে ফিলিস্তিনের শীর্ষ কর্মকর্তা হুসেইন আল শেখ একে গণহত্যা হিসেবে বর্ণনা করে তার দেশের জনগণের জন্যে আন্তর্জাতিক সুরক্ষার আহ্বান জানিয়েছেন।
ইসরাইলী সেনাবাহিনী বলেছে, একটি অ্যাপার্টমেন্টে লুকিয়ে থাকা সন্দেহভাজন জঙ্গিদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। সেনাবাহিনীও পাল্টা হামলার শিকার হয়েছে। কিন্তু কেউ হতাহত হয়নি।
জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস দখলকৃত পশ্চিমতীর এলাকার পরিস্থিতিকে বিগত বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ হিসেবে বর্ণনা করে বলেছেন, উত্তেজনা আকাশ সমান এবং শান্তি প্রক্রিয়া স্থবির হয়ে আছে।
তিনি বলেন, অবশ্যই আরো সহিংসতা প্রতিরোধ, উত্তেজনা কমানো এবং শান্তি ফিরিয়ে আনাই আমাদের অগ্রাধিকার হওয়া উচিত।
স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যারা নিহত হয়েছে তাদের বয়স ১৬ থেকে ৭২ বছরের মধ্যে। এছাড়া আরো ৮২ জন লোক আহতাবস্থায় হাসাপাতালে ভর্তি হয়েছে।
এদিকে ফিলিস্তিনের রেডক্রস সোসাইটি বলেছে, তাদের ডাক্তাররা টিয়ার গ্যাসে অসুস্থ হয়েছে এরকম ২৫০ জন এবং বন্দুক হামলায় আহত বেশ কিছুজনকে চিকিৎসা দিয়েছে।
আরব লীগ এ অভিযানকে ‘নৃশংস অপরাধ’ হিসেবে বর্ণনা করে বলেছে, ইসরাইলের কট্টর ডানপন্থী সরকার জঘন্য এ গণহত্যার জন্যে দায়ী।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নিড প্রাইস বলেছেন, এই পর্যায়ের সহিংতার কারণে ওয়াশিংটন খুবই উদ্বিগ্ন।
ইউরোপীয় ইউনিয়নসহ ফ্রান্সও এ সহিংতায় উদ্বেগ প্রকাশ করেছে।
উল্লেখ্য, ১৯৬৭ সালে ছয়দিনের যুদ্ধে ইসরাইল ফিলিস্তিনী অঞ্চল দখলে নেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট