1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আর্জেন্টিনা স্কোয়াডে থাকছেন না লিওনেল মেসি? - NEWSTVBANGLA
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম
সাভারে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে মানবাধিকার সংস্থার ইফতার মাহফিল স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ৬ ডাকাত গ্রেপ্তার সাভারে পবিত্র কোরআন বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সম্মানে শিবিরের ইফতার মাহফিল হিন্দুদের ওপর হামলা ধর্মীয় নয় রাজনৈতিক গুতেরেসের সফর রোহিঙ্গা ইস্যু-সংস্কার এজেন্ডা আরও শক্তিশালী করেছে সাভারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ২ লাখ রোগের ধরনে মানুষ ও প্রাণীকে আলাদা করা যাচ্ছে না : উপদেষ্টা ‘৪০৪’ রান করা মুস্তাকিমের আদর্শ সাকিব বাংলাদেশ সরকারের বিবৃতি শেয়ার করল ফ্রান্স দূতাবাস যুবকের আপত্তিকর মন্তব্য, ‘স্ক্রিনশট’ ফাঁস করলেন ক্ষুব্ধ ফারিয়া

আর্জেন্টিনা স্কোয়াডে থাকছেন না লিওনেল মেসি?

প্রতিনিধি

আর্জেন্টিনার ফুটবল ভক্তদের সম্ভবত এখন থেকেই এমন দিনের জন্য প্রস্তুতি নেয়া দরকার। লিওনেল মেসি থাকছেন না আলবিসেলেস্তেদের আকাশী-সাদা জার্সিটায়। ১০ নম্বর জার্সিটা গায়ে চড়িয়েছেন অন্য কেউ। এমনটাই হওয়া স্বাভাবিক। জীবনের ৩৭ বসন্ত পার করছেন মেসি। এটাই হয়ত হওয়া স্বাভাবিক। তবে ব্রাজিল এবং উরুগুয়ের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে তার না থাকা এখন বেশ বড় খবর।

বিশ্বকাপ বাছাইয়ের সবশেষ ঘোষিত স্কোয়াডে বেশ একটা চমকই গতকাল উপহার দিয়েছে আর্জেন্টিনা। স্কালোনির স্কোয়াডে মেসির না থাকাটা একপ্রকার বিষ্ময়ই বটে। কারণ স্কোয়াড ঘোষণার ২৪ ঘণ্টা আগেও মাঠে ছিলেন দলের সবচেয়ে বড় তারকা। যুক্তরাষ্ট্রের ঘরোয়া লিগের ম্যাচে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে খেলেছেন পুরো ৯০ মিনিট। পেয়েছেন ১টি গোলও। এমন অবস্থায় মেসির না থাকাটাই বড় বিস্ময়।

কিন্তু পরবর্তীতে জানা গেল এমএলএসের ওই ম্যাচেই ইনজুরিতে পড়েছেন মেসি। যে কারণে জায়গা হয়নি ২৫ জনের স্কোয়াডে। মেসির ক্লাব ইন্টার মায়ামির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে পায়ের অ্যাডাক্টর পেশির ইনজুরিতে পড়েছেন এলএমটেন। তবে গুরুতর কিছু নয়। লোয়ার গ্রেডের ইনজুরি তার। অর্থাৎ চাইলেই ২৫ মার্চে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে নামার ঝুঁকি নিতে পারতেন মেসি।
তবে ক্যারিয়ারের কথা ভাবনায় রেখে এবং মেসির ওয়ার্কলোড বিবেচনায় তাকে আর রাখা হয়নি স্কোয়াডে। যদিও এর কোনো কিছুই এখন পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের পক্ষ থেকে বলা হয়নি। মেসির ইনজুরির পুরো খবই জানা গিয়েছে তার ক্লাবের পক্ষ থেকে।

ক্লাব থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘গতরাতে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের পর অ্যাডাক্টর পেশিতে অস্বস্তি থাকায় আজ সকালেই মেসির এমআরআই করানো হয়েছে। তাতে অ্যাডাক্টরে লো-গ্রেডের ইনজুরি ধরা পড়েছে। তার চিকিৎসার ধারা এবং তাতে কেমন প্রতিক্রিয়া হচ্ছে সেটার ওপরেই বোঝা যাবে প্রতিযোগিতায় তাকে পাওয়া যাবে কি না।’

বাছাইপর্বে আর্জেন্টিনা তাদের মহাগুরুত্বপূর্ণ দুই ম্যাচেই মিস করতে যাচ্ছে মেসির সার্ভিস। বাংলাদেশ সময় আগামী শনিবার সকালে উরুগুয়ের বিপক্ষে মন্টেভিডিওতে এবং বুধবার ব্রাজিলের বিপক্ষে ঘরের মাঠে খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

এখন পর্যন্ত কনমেবল অঞ্চলে বিশ্বকাপের বাছাইয়ে সবার ওপরে থাকলেও সাম্প্রতিক সময়টাক আর্জেন্টনার খুব একটা ভাল কাটছে না। নিজেদের সবশেষ ৫ ম্যাচের মাঝে ২ ম্যাচেই হারতে হয়েছে তাদের। ১ ম্যাচে ছিল ড্র। বাকি দুই ম্যাচ তারা জিতেছে ঘরের মাঠে। প্রতিপক্ষের মাঠে সবশেষ ৩ ম্যাচ থেকে আর্জেন্টিনার নেই কোনো জয়। ড্র করেছে ভেনিজুয়েলার বিপক্ষে ম্যাচে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট